পিএসএল ক্রিকেটে সাকিব কি দল পেয়েছেন?

Published on: January 30, 2023

পকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের সাকিব আল হাসান দল পেয়েছেন- শিরোনামে সম্প্রতি একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে এমন তথ্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। পিএসএলের ছয়টি দলের কোনোটিতেই সাকিব আল হাসান কিংবা কোনো বাংলাদেশি খেলোয়াড়ের নাম খুঁজে পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় দাবিটি মিথ্যা।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

রিডমিক নিউজ, নয়াদিগন্তসহ বেশ কয়েকটি ওয়েবপোর্টালের বরাতে খবরটি ফেসবুকে ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে দল পেয়েছেন সাকিব আল হাসান। প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স নামের একটি ফ্র্যাঞ্চাইজি।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল এমন তথ্যের সাথে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে, সাকিব আল হাসানের বরাতে বিডিক্রিকেটি টাইমের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে সাকিব আল হাসান তার পিএসএলে খেলার দাবিটি নাকচ করে বলেন, তিনি পিএসএলে খেলার বিষয়ে কিছু জানেন না।

পুনরায় অনুসন্ধানে একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, সাকিব আল হাসানকে দলে নেয়নি পিএসএলের কোনো দল। এর মধ্যে বিডিক্রিকেট টাইমের আরেকটি প্রতিবেদন জানাচ্ছে, সাকিবসহ ২৯ জন বাংলাদেশি খেলোয়াড় পিএসএলের জন্য নিবন্ধন করলেও, কাউকেই দলে নেয়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

এমন কয়েকটি প্রতিবেদন পড়ুন এখানে, এখানে এবং এখানে

এছাড়া ভাইরাল এসব খবরে দাবি করা হচ্ছে, সাকিব আল হাসান লাহোর কালান্দার্স নামে একটি দল পেয়ছেন। কিন্তু লাহোরের অফিসিয়াল ওয়েবসাইটে চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকায় সাকিব আল হাসানের নাম পাওয়া যায়নি।

উল্লেখ্য, পিএসএলের এই আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। তাদের নাম ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতান, পেশওয়ার জালমি এবং কুয়েতা গ্ল্যাডিয়েটরস। এখানে কোনো দলেই সাকিব আল হাসানের নাম খুঁজে পাওয়া যায়নি। এছাড়া উইকিপিডিয়ায় ২০২৩ এর পিএসএল স্কোয়াডেও সাকিব আল হাসান কিংবা কোনো বাংলাদেশী খেলোয়াড়ের নাম খুঁজে পাওয়া যায়নি।

অর্থ্যাৎ, পিএসএলে সাকিব আল হাসানের দল পাওয়ার দাবিটি সত্য নয়। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিসহ ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh