সাকিব আল হাসান কি ব্যারিস্টার সুমনের কাছে কাছে ক্ষমা চেয়েছেন? 

Published on: January 23, 2024

যা দাবি করা হচ্ছে: “সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনের কাছে কাছে ক্ষমা চেয়েছেন”- এমন দাবি সংবলিত একটি ভিডিও সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি বিভ্রান্তিকর। উক্ত দাবি নিয়ে যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে সেখানে দুটো আলাদা ফুটেজ দেখা যায়। প্রথমটি সাকিব আল হাসানের এবং দ্বিতীয়টি ব্যারিস্টার সুমনের। সাকিবের ক্ষমা চাওয়ার যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, সেটি ২০২০ সালে ঘটে যাওয়া দুটো ঘটনার প্রেক্ষিতে মানুষের কাছে ক্ষমা প্রার্থনার ভিডিও।  আবার, ব্যারিস্টার সুমনের বক্তব্যের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, সেটি ২০২৩ সালে একাত্তর টিভির সঙ্গে তার সাক্ষাৎকার থেকে নেয়া। অর্থাৎ, ভিডিও দুটো সাম্প্রতিক সময়ের নয়, এবং পরস্পর-সম্পর্কিতও নয়এর বাইরে, ব্যারিস্টার সুমনের কাছে সাকিব আল হাসান ক্ষমা চেয়েছেন কিনা, এ বিষয়ে মূলধারার গণমাধ্যমে কোনো তথ্য নেই

গুজবের উৎস:

ফেসবুকে শেয়ারকৃত ভিডিওটির নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে শেয়ারকৃত ভিডিওটির  সত্যতা ও যর্থাথতা যাচাইয়ে কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান শুরু করে। উক্ত ভিডিওটিতে সাকিব আল হাসানের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে সেটি গুগল রিভার্স ইমেজে সার্চ করা হয়। সেখানে গত ১৬ নভেম্বর ২০২০ এ ক্রিকেটার সাকিব আল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে বোঝা যায় সাকিবের ক্ষমা চাওয়ার ঘটনাগুলো এরকম: প্রথমত, সাকিব কলকাতায় যাওয়ার পথে বেনাপোল বন্দর চেকপোস্টে এক ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলে দেয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। দ্বিতীয়ত, সেখানে গিয়ে একটি পূজো মন্ডপে উপস্থিত হওয়ার কারণে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চান সাকিব। 

পরবর্তীতে, ব্যারিস্টার সুমনের বক্তব্যের অংশটুকু অনুসন্ধান করা হলে, মূলধারার গণমাধ্যম থেকে কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়া যায় নি ।তবে, “দোয়া করি সাকিব তুমি ভালো খেলো -ব্যারিস্টার সুমন” এই শিরোনামে একাত্তর টিভির গত ২ অক্টোবর ২০২৩ এ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ব্যারিস্টার সুমন সাকিব আল হাসানের ব্যাপারে কিছু মন্তব্য করেন। 

অর্থাৎ, মূল ভিডিও দুটোর প্রেক্ষাপট ও সময় বিবেচনা করলে দেখা যায়, সেগুলোর মাঝে কোনো ধরনের সংযোগ নেই। কিন্তু, উক্ত ভিডিও দুইটিকে এমনভাবে সম্পাদনা করে প্রচার করা হচ্ছে যা দেখে সাধারণ নেটিজেনরা মনে করছেন, সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনের কাছে ক্ষমা চাইছেন।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh