Published on: December 23, 2021
![]() |
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
“Sports Hour 24”, “Cric Tiger” এবং “Today Newz” নামক কিছু ওয়েবপোর্টালের বরাত দিয়ে প্রতিবেদনটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এমন কিছু ওয়েবপোর্টালে প্রকাশিত প্রতিবেদনের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
সেখানে ব্রেকিং নিউজ হিসেবে চিহ্নিত করে শিরোনামে দাবি করা হচ্ছে যে, “চমক দিয়ে আশরাফুল ও মাশরাফিকে নিয়ে বাংলাদেশ একাদশ ঘোষণা”। বিস্তারিত অংশে বলা হচ্ছে যে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন সাকিব আল হাসান। দারাজ এর ফেসবুক লাইভে সাকিব এমন একটি একাদশ বাছাই করেছেন বলে সেখানে উল্লেখ করা হয়।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
“ব্রেকিং নিউজ” চিহ্নিত এই খবরে উল্লেখিত কিছু কি-ওয়ার্ড দিয়ে গুগল সার্চ করা হলে দৈনিক ইত্তেফাক প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০২১ এর একটি প্রতিবেদন পাওয়া যায়। “সাকিবের দেশসেরা একাদশঃ অধিনায়ক বাশার, তিনে আশরাফুল” এমন শিরোনামের এই প্রতিবেদনে বলা হয় গত রবিবার (১২ ডিসেম্বর) দারাজ এর ফেসবুক লাইভে সাকিব এই একাদশ ঘোষণা করেন।
পরবর্তীতে, দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ১১ ডিসেম্বর ২০২১ তারিখ রাতে প্রকাশিত “Daraz 12.12 Live Adda” শিরোনামে সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার পাওয়া যায়।
৪০ মিনিট দীর্ঘ এই সাক্ষাৎকারের ৫ মিনিট ১৫ সেকেন্ডে সঞ্চালক সাকিব আল হাসানকে প্রশ্ন করেন যে, সাকিব আল হাসানকে যদি বলা হয় তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বাংলাদেশ দলের প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়দের মধ্য থেকে এগারোজনকে নিয়ে একটি দল গঠন করতে তবে সেখানে কে কে থাকবে? উত্তরে সাকিব আল হাসান আশরাফুল, মাশরাফি, হাবিবুল বাশার সহ এগারো জনের নাম বলেন। অর্থাৎ, এই একাদশটি একান্তই সাকিব আল হাসানের ব্যক্তিগত পছন্দ থেকে তৈরি। তাই এটিকে সাকিব আল হাসানের একাদশ কিংবা সাকিবের তৈরি বাংলাদেশ একাদশ বলা যেতে পারে। কিন্তু শিরোনামে যখন, “ব্রেকিং নিউজ”, “চমক দিয়ে” কিংবা “বাংলাদেশ একাদশ” এমন শব্দ ব্যবহার করা হচ্ছে তখন মনে হতেই পারে যে, আশরাফুল ও মাশরাফিকে নিয়ে হয়তো অফিসিয়ালি বাংলাদেশ একাদশ গঠন করা হয়েছে। যার ফলে এমন সংবাদের পাঠকদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তির তৈরী হচ্ছে।
বিভ্রান্তির কিছু নমুনা
এছাড়াও সাকিব আল হাসানের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকেও এই একই ভিডিওটি দেখুন এখানে।
অর্থাৎ, সংবাদের শিরোনামটি মূল খবরকে একটু আড়াল করছে৷ যার ফলে সাধারণ পাঠকের মধ্যে এমন বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। তবে এর বিস্তারিত অংশটুকু ঠিক তথ্যই দিচ্ছে।
অতএব, দেখা যাচ্ছে সম্প্রতি দারাজ আয়োজিত একটি ফেসবুক লাইভে সঞ্চালকের একটি প্রশ্নের প্রেক্ষিতে, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়দের মধ্য থেকে একান্তই ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে এগারোজন খেলোয়াড়ের নাম বলেন। যার মধ্যে মাশরাফি এবং আশরাফুলও রয়েছেন। একজনের ব্যাক্তিগত পছন্দের দলকে একটি দেশের একাদশ বলা অযৌক্তিক। সেক্ষেত্রে সাকিবের একাদশ কিংবা সাকিবের তৈরি বাংলাদেশ একাদশ বলা যেতে পারতো। কিন্তু শিরোনামে “বাংলাদেশ একাদশ”, “ব্রেকিং নিউজ” কিংবা ” চমক দিয়ে” এমন শব্দ ব্যবহার করে শিরোনাম তৈরির ফলে সাধারণ পাঠক মিশ্র একটি বার্তা পাচ্ছেন। অনেকেই মনে করছেন যে এটি অফিসিয়াল একটি বার্তা, যার ফলে বিভ্রান্তির তৈরি হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এমন শিরোনামসহ খবরগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|