অস্ট্রেলিয়ান নারী বিয়ে করার জন্য বাংলাদেশী স্বামী খুঁজছেন – ভূয়া দাবি

Published on: May 25, 2022

নিজেকে অস্ট্রেলিয়ান দাবি করে বিয়ে করার জন্য স্বামী খুঁজছেন- এমন একটি দাবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ভারতীয় গায়িকা সাকশি রাজ (Sakshi Raj) এর ছবি ব্যবহার করে এই দাবিগুলো করা হচ্ছে। ১৭ মার্চ, ২০২১ সালে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলো তার নিজ শহর বিহারে তোলা।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

এসব পোস্টে দাবি করা হচ্ছে, “আমি অস্ট্রেলিয়া থাকি, বাংলাদেশি আসছি বিয়ে করতে, বিয়ে করে জামাইকে নিয়ে অস্ট্রেলিয়াচলে যাবো। একটা ভালো জামাই খুজতেছি, তাই গ্রুপে পোস্ট করলাম”।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

এসব পোস্টে দেয়া ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে, সাকশি রাজ নামে একটি টুইটার একাউন্টে ছবিটি দেখতে পাওয়া যায়। ২৬ মার্চ, ২০২১ এ প্রকাশিত এই ছবির ক্যাপশনে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে অন্যান্য সামাজিক মাধ্যমে এই নামে অনুসন্ধান করা হলে সাকশি রাজের অফিসিয়াল ফেসবুক আইডিটি পাওয়া যায়। সেখানে ১৭ মার্চ, ২০২১ এ প্রকাশিত হওয়া এই সবগুলো ছবি খুঁজে পাওয়া যায়। কিন্তু এখানেও ছবিটি কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি।



পুনরায় ফেসবুক থেকে পাওয়া ইনস্টাগ্রাম আইডির সাহায্যে জানা যায় যে, ছবিটি ভারতের বিহারে তোলা হয়েছে।

উল্লেখ্য, সাকশি নিজেও বিহারের বাসিন্দা।  অর্থাৎ, এই ছবির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

 

সুতরাং, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে সাকশি রাজ নামে ভারতীয় একজন গায়িকার ছবি ব্যবহার করে উপরোক্ত দাবিটি ভাইরাল হচ্ছে। মূল ছবির সাথে দাবিটির কোনো সম্পর্কই নেই।এমন তথ্যের কারণে অনেকেই হয়রানির স্বীকার হতে পারেন। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply