সালমান খান ইউক্রেনকে কোনো আর্থিক সহযোগিতা করেন নি

Published on: March 14, 2022

“এইমাত্র ইউক্রেনকে কোটি কোটি টাকার আর্থিক সহযোগিতা করলেন সালমান খান I এক হচ্ছে ভারত ও ইউক্রেন “ শিরোনামে একটা ভিডিও ভাইরাল হয়। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিভিওটিতে সালমান খানের নাম ব্যবহার করে ইউক্রেন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে।

গুজবের উৎস

 গত ১লা মার্চ News Update 24 নামে একটা ইউটিউব চ্যানেল “এইমাত্র ইউক্রেনকে কোটি কোটি টাকার আর্থিক সহযোগিতা করলেন সালমান খান I এক হচ্ছে ভারত ও ইউক্রেন” নামে একটা ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওটিতে সালমান খানকে নিয়ে প্রথম অংশে বলা হয় “ এই মাত্র পাওয়া খবর, ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে নিয়ে কঠিন সমালোচনা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু হঠাৎ করে কেন এবার রাশিয়াকে নিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করলেন সালমান খান। তাইতো এবার কঠিন বিপর্যয়ের মুখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।”

ভিডিওটিতে সালমান খানকে নিয়ে মূল সংবাদে আরও বলা হয় “ ভ্লাদিমির পুতিনকে নিয়ে সালমান খান বলেন, বর্তমান সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন রক্ত নিয়ে খেলা করতে লেগেছে। তা না হলে সাধারণ মানুষের উপর এমন কাজ কখনোই করবেন না তিনি। তিনি যুদ্ধের মাধ্যমে নিজেকে জয় করতে চান। কিন্তু যুদ্ধ দিয়ে কোন দেশ জয় করা গেলেও মানুষের মন জয় করা যায় না।”

সালমান খানকে নিয়ে আরও বলা হয় “তাইতো এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সালমান খান নিজেই। এবং ইউক্রেনের নাগরিকের জন্য কোটি কোটি টাকার আর্থিক সহযোগিতা সহ খাদ্য দ্রব্য পাঠালেন সালমান খান। তাইতো ইতিমধ্যে সালমান খানের এমন কাজে মিডিয়া জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।”

পরবরতী কয়েক দিনে এই ভিডিও ফেসবুকেও ছড়িয়ে পড়তে থাকে। সেগুলো দেখুন এখানে, এখানে, এখানে।

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ভিডিওটিতে উল্লেখিত তথ্যগুলোর কোন নির্ভরযোগ্য রেফারেন্স দেওয়া হয়নি। তারা কিভাবে তথ্য গুলো সংগ্রহ করেছে সে ব্যাপারেও কোন তথ্য দেওয়া হয়নি।

তাছাড়া সালমান খান ভারতের বিখ্যাত একজন বিখ্যাত অভিনেতা। ইউক্রেন নিয়ে তার বক্তব্য এবং কর্মকান্ড মূলধারার গণমাধ্যমে সংবাদ হিসেবে আসার কথা। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধান দল ভিডিওতে উল্লেখিত সালমান খানের এমন কোন বক্তব্য অথবা কোটি কোটি টাকার আর্থিক সহযোগিতার সংবাদ নির্ভরযোগ্য কোন উৎস থেকে খুঁজে পায়নি। এসব ক্ষেত্রে সেলিব্রিটিরা নিজেদের সোশ্যাল মিডিয়া থেকেও মতামত জানিয়ে থাকেন। সালমান খানের ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম থেকে এরকম আর্থিক সহযোগিতার কোন পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

তবে লুলিয়া ভান্টুর,  যাকে সালমান খানের  গার্লফ্রেন্ড বলে ধারণা করা হয়, তিনি ইন্সটাগ্রামে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পোস্ট করেছিলেন। তার পোস্টটি দেখুন এখানে,

 

যার বাংলা করলে দাঁড়ায় “ যুদ্ধ কারো পক্ষ নেয় না। এটা শুধু জীবন হারানো এবং দুর্ভোগের কারণ। আমার হৃদয় বেরিয়ে যায় নিষ্পাপ মানুষগুলোর জন্য যারা এই যুদ্ধে জীবন হারিয়েছে। আমি যে পক্ষে আছি তা হল মানবতা বাছাই করবে শান্তি সকল সম্ভব্য বিকল্পগুলোর বিরূদ্ধে।”

লুলিয়ার বক্তব্যটির সংবাদ দেখুন E-Times এবং Outlook India তে।

তবে লুলিয়ার বক্তব্যের সাথে সালমান খানের কোন সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। সালমান খান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য দিয়েছেন এমন কোনো তথ্য মূলধারার গণমাধ্যম কিংবা সালমান খানের সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

অতএব সালমান খানের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোন বক্তব্য না দেয়া এবং ইউক্রেনকে অর্থ সহায়তার ব্যাপারে কোন তথ্য খুঁজে না পাওয়ায় ফ্যাক্ট ওয়াচ ভিডিওটিকে মিথ্যা বলে সনাক্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply