রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার করে গুজব রটনা

Published on: March 3, 2022

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কর্ণাটকের মুসকান খান ইস্যুতে বলিউড এর বিভিন্ন তারকা, বিভিন্ন দেশের বিভিন্ন রাজনীতিবিদ কিংবা বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি মুসকান এর আন্দোলনে সমর্থন দিয়েছেন, ফেসবুকে এমন গুজব ছড়িয়েছিল। এবার ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে একইভাবে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার করে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইস্যুতে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে।

ভিডিও আকারে ছড়িয়ে পড়া এ গুজবগুলোর সময়ব্যাপ্তি আড়াই থেকে সাড়ে তিন মিনিট। পুতিন, জেলেনস্কি, ইউক্রেন হামলার বিভিন্ন দৃশ্য ও বিখ্যাত ব্যক্তিদের স্থিরচিত্র সহকারে প্রতিটি ভিডিও বানানো হয়েছে। একই নারীকণ্ঠে ধারাভাষ্য দেওয়া হয়েছে। ভিডিওগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলার তথ্য, পুতিনের ভাষ্য, এবং এ বিষয়ে বিখ্যাত ব্যক্তিরা কী ভাবছেন, বলেছেন এসব বর্ণনা করা হয়েছে। বিখ্যাত ব্যক্তিদের নিজ কণ্ঠে দেওয়া এমন বক্তব্য,অথবা তাদের সোশাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করা বক্তব্যের কোনো ছবি নেই এই ভিডিওগুলোয়। ভিডিওতে উপস্থাপিত কনটেন্ট এর দাবিগুলোর পক্ষে যায় না ।

এমন কয়েকটি গুজব নিয়ে এই ফ্যাক্ট ফাইল।

শাহরুখ খান

‘এইমাত্র ইউক্রেনকে নিয়ে একি বললেন শাহরুখ খান’- এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, । ভিডিওতে দাবি করা হয় যে শাহরুখ খান বলেছেন, ‘বর্তমান সময়ে ইউক্রেনে একের পর এক হামলা করে চলেছে রুশ সেনারা, এবং ইতোমধ্যে ইউক্রেনকে অচল করে চলেছে রাশিয়া। এমন কোনো যুদ্ধ কখনোই মেনে নিতে পারে না কোনো দেশ। কেননা যুদ্ধ কখনও ভালো কিছু বয়ে আনতে পারে না। একটি দেশকে অচল করার জন্য এমন কাজ করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’ আরও দাবি করা হয়, শাহরুখ খান ইউক্রেনকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা করেছে।

 

শাহরুখ খানের ভেরিফাইড টুইটার একাউন্টে রাশিয়া-ইউক্রেন সংক্রান্ত কোনো টুইট পাওয়া যায় নি। কোনো সংবাদমাধ্যমে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শাহরুখ খানের বক্তব্য অথবা আর্থিক সহায়তা প্রদান সম্পর্কিত কোন খবর নেই।

 

মমতা ব্যানার্জি 

‘এইমাত্র রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে একি বললেন মমতা ব্যানার্জি’-  এই ক্যাপশনযুক্ত ভিডিওটি ভাইরাল হয়েছে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। এই ভিডিওতে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইউক্রেন আক্রমণ ইস্যুতে রাশিয়াকে সমর্থন দিয়েছেন এবং রাশিয়ায় গেছেন। তিনি বলেছেন, ‘একমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুষ্ঠু আইনের মাধ্যমে তার দেশকে পরিচালনা করে থাকেন। তাই তার দেশে অন্যায় কম।’

 

গণমাধ্যমে মমতা ব্যানার্জি রাশিয়াকে সমর্থন করেছেন অথবা রাশিয়ায় গিয়েছেন এমন কোন বক্তব্য পাওয়া যায় না। মমতা ব্যানার্জির ভেরিফায়েড টুইটার একাউন্টেও এমন কোন তথ্য নেই।  সেখানে শুধুমাত্র ইউক্রেনে অবস্থানরত ভারতীয় বাঙালীদের সাহায্য সংক্রান্ত একটি টুইট থ্রেড পাওয়া যায়।

এদিকে হিন্দুস্তান টাইমস পত্রিকা থেকে জানা যাচ্ছে, মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা চিঠিতে এই বৈশ্বিক সংকটে শর্তহীন সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন এবং বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে ভারতের এগিয়ে আসা উচিত বলে উল্লেখ করেছেন। এ পত্রিকা থেকে আরও জানা যাচ্ছে, মমতা ব্যানার্জী মার্চের ২ তারিখ সমাজবাদী পার্টির হয়ে প্রচারণা চালাতে উত্তর প্রদেশের বেনারস রাজ্য সফর করবেন। এখান থেকে সুস্পষ্ট যে, মমতা ব্যানার্জী বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন না।

উল্লেখ্য, Elias Hossain নামক পেইজটি থেকে নিয়মিতভাবে গুজব ছড়ানো হয়। পূর্বেও বিভিন্ন ইস্যুতে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার করে তৈরি গুজব ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। এরকম কিছু ফ্যাক্টওয়াচ রিপোর্ট দেখতে পারেন –

মুসকান বিষয়ক গুজবে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার

মোদী-মমতা-শাহরূখ-সালমান কি মুসকানকে সমর্থন জানিয়েছেন?

কুমিল্লার ঘটনা নিয়ে মিজানুর রহমান আজহারী কোনো উস্কানিমূলক বক্তব্য দেন নি

“হিন্দুদের উপর ক্ষিপ্ত হয়ে এবার মুখ খুললেন সেনাবাহিনী” – দাবিটি মিথ্যা

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply