সাকিব হচ্ছেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক?

Published on: [October 5,2021]

আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে নিজ দল অর্থাৎ কোলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হতে যাচ্ছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান- এমন একটি শিরোনাম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূল খবরে বলা হয়েছে, ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া সাকিবকে কেকেআর-এর অধিনায়ক হিসেবে দেখতে চান। বিস্তারিত সংবাদ না পড়ে কেউ যখন শুধু শিরোনামটুকু দেখবে, সে নিশ্চিতভাবেই বিভ্রান্ত হবে। এ কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

২রা অক্টোবর সকাল ১১ টা ২৫ মিনিটে খেলাধূলা প্রতিদিন পেজ থেকে এ সংক্রান্ত খবর শেয়ার করা হয়।

পরবর্তীতে অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানে

কি বলা হচ্ছে এই খবরে ?

খেলাধূলা প্রতিদিন এর ওয়েবসাইটে এই খবরে বলা হচ্ছে, দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ধারায় ফেরাতে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া।

ভারতের সাবেক এই ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের তোপ মূলত কলকাতার বর্তমান অধিনায়ক ইয়ন মরগানের প্রতি। চলতি আসরেই দীনেশ কার্তিককে সরিয়ে কলকাতার অধিনায়ক করা হয় মর্গানকে। কিন্তু ব্যাট হাতে মর্গান এতটাই ম্লান যে একাদশে তার অন্তর্ভুক্তিই ‘বোঝা হিসেবে ঠেকছে। আকাশ তাই প্রস্তাব রেখেছেন, একাদশের বাইরে রাখা সাকিবকে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে একাদশে ফেরানো যায় কি না।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি কলকাতা ভাবতে পারে? মরগানের বিরোধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগান কার্যকরী হচ্ছে না।’

একই খবর প্রকাশিত হয়েছিল আরো কয়েকটি ওয়েবপোর্টালে। যেমন দেখুন এখানে , এখানে ,এখানে , এখানে, এখানে , এখানে ইত্যাদি।

ফ্যাক্টচেক

প্রকৃতপক্ষে, ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া এওইন মরগানের বদলে সাকিব আল হাসান কে অধিনায়ক করার ব্যাপারে মতামত দিয়েছিলেন নিজের টুইটারে । তার এই মতামত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

তবে কোলকাতা নাইট রাইডার্স এর কোনো কর্মকর্তা অধিনায়ক পরিবর্তন এর ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত দেননি। আকাশ চোপড়ার সাথেও কোলকাতা নাইট রাইডার্স দলের কোনো সম্পর্ক নেই। এটা আকাশ চোপড়ার ব্যক্তিগত মতামত ছিল।

এই খবর প্রকাশ হওয়ার পরে, ৩রা অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮ টায় আইপিএল এর ম্যাচে সাকিব আল হাসানের দল কোলকাতা নাইট রাইডার্স খেলতে নেমেছিল। সেই ম্যাচে নিয়মিত অধিনায়ক এওইন মর্গানকেই অধিনায়কত্ব করতে দেখা যায়।

উইকেটরক্ষক দীনেশ কার্তিক বর্তমান দলের সহ-অধিনায়ক হিসেবে খেলছে। ইনজুরি বা অন্য কোনো কারনে নিয়মিত অধিনায়ক অনুপস্থিত থাকলে আপতকালীন ব্যবস্থা হিসেবে সহ-অধিনায়ককেই অধিনায়কত্ব করতে দেখা যায়। কোলকাতা নাইট রাইডার্স এর পরবর্তী ম্যাচ আগামি ৭ই অক্টোবর। সেই ম্যাচেও অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে কোনো কথা শোনা যাচ্ছেনা।

এছাড়া, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করলেও সাকিব আল হাসান আইপিএল এর ম্যাচে কখনো অধিনায়কত্ব করেন নি


ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

শিরোনামে ‘’ব্রেকিং নিউজঃ কলকাতার অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব’’ শিরোনামের সাথে খবরের ভিতরের অংশে মিল নাই। এখানে একজন সাবেক ক্রিকেটারের ব্যক্তিগত মতামত প্রকাশ করা হয়েছে। কোলকাতা নাইট রাইডার্স দলের কোনো কর্মকর্তার মন্তব্য জানানো হয়নি। এছাড়া, পরবর্তী ম্যাচে নিয়মিত অধিনায়কই ম্যাচ পরিচালনা করেছেন, সাকিব আল হাসান নয়। সার্বিক বিবেচনায় ফ্যাক্ট ওয়াচ এই শিরোনামটিকে বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply