“লাথি আমাদের দেশের ক্রিকেটের দুর্নীতির মুখে মারা হয়েছে” – শিশির বলেছেন এ কথা?

Published on: June 15, 2021

১১ জুন ২০২১ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অসদাচরণ করে সাকিব আল হাসান সমালোচনায় আসায় বিষয়টি নিয়ে তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ফেসবুকে একটি পোস্ট করেন। পরবর্তীতে তার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে “লাথি স্ট্যাম্প এ নয় লাথি আমাদের দেশের ক্রিকেটের দুর্নীতির মুখে মারা হয়েছে” এমন শিরোনামে শিশিরের বরাত দিয়ে একটি সংবাদ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ফ্যাক্টওয়াচ টিম খতিয়ে দেখেছে, শিশিরের স্ট্যাটাসকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। লাথি দেশের ক্রিকেটের দুর্নীতির মুখে মারা হয়েছে– এমন কোন মন্তব্য তিনি করেননি সে পোষ্টে।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের আবাহনী-মোহামেডান ম্যাচে বিতর্কিত আচরণের পর চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে এই সমালোচনার মাধ্যমে সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। এরই মধ্যে শিশিরের বরাত দিয়ে “লাথি স্ট্যাম্পে নয়, লাথি আমাদের দেশের ক্রিকেটের দুর্নীতির মুখে মারা হয়েছে: শিশির” শীর্ষক শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে ফেসবুকে।

ফেসবুকে ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানেএখানে

স্ক্রিনশট

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শিশিরের “সাকিব উম্মে আল হাসান” নামে ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট

‘সংবাদমাধ্যম এই ঘটনা যেমন উপভোগ করছে, তেমনি আমিও করছি, অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেল! যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে। ‘যা হোক, এটা দুঃখজনক যে মূল বিষয়টি সংবাদমাধ্যম চাপা দিয়ে শুধু তার রাগের বহিঃপ্রকাশটুকুই ফলাও করে প্রচার করছে। মূল বিষয়টি হলো আম্পায়ারদের চলমান দৃষ্টিকটু সিদ্ধান্তগুলো! শিরোনামগুলো খুব দুঃখজনক। আমার মনে হয়, এটা তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা একটা ষড়যন্ত্র, যেখানে সব ঘটনাতেই তাকে ভিলেন হিসেবে তুলে ধরা হয়। ক্রিকেটপ্রেমী হলে নিজের কাজকর্ম নিয়ে সাবধান থাকুন!’

 স্ক্রিনশট

 

তবে ১২ জুন থেকে প্রকাশিত “arabianbarta.com”সহ একাধিক অনলাইন পোর্টালের শিরোনামে শিশিরের নাম ব্যবহার করে লেখা হয়েছে এভাবে, “লাথি স্ট্যাম্প এ নয় লাথি আমাদের দেশের ক্রিকেটের দুর্নীতির মুখে মারা হয়েছে: শিশির” অথচ শিশিরের মূল স্ট্যাটাসে এ ধরণের কোন মন্তব্য তিনি করেন নি।

স্ক্রিনশট

 

উক্ত খবরগুলোর ভেতরে অবশ্য শিশিরের নামে এমন কোনো কথা নেই। প্রতিবেদনে লেখা আছে “শিশিরের পোস্টের কমেন্টে অনেকেই তাঁর বক্তব্যক সমর্থন করে সাকিবের পাশে দাঁড়িয়েছেন। সোহাগ ইসলাম নামের একজন লিখেছেন- ‘প্রতিটি ক্রিকেটার একজন করে সাকিব হলে আমাদের দেশের ক্রিকেট আজ আরও বেশী ভালো থাকতো। সাকিব এর এই লাথি স্ট্যাম্পে নয় এই লাথি আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের দুর্নীতির মুখে মারা হয়েছে।” এতে ধারণা করা হচ্ছে, এসব প্রতিবেদনে সাকিবের এক ভক্তের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশিরের মন্তব্য বলে চালিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, শিশিরের স্ট্যাটাসে প্রায় ৭ হাজারের কাছাকাছি মন্তব্য পড়েছে এবং অনেকেই সেখানে সাকিবের সমর্থনে মতামত দেন। যেমন “Mahmud Heru” নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন “স্টাম্পে লাথিটা দূর্নিতবাজদেরকেই দেওয়া হয়েছে।” ফ্যাক্টওয়াচ টিম নির্দিষ্ট করে ‘সোহাগ ইসলাম’ -এর মন্তব্যটি শনাক্ত করতে পারে নি।

 

ভাইরাল হবার সম্ভাব্য কারণ

সোশ্যাল মনিটরিং প্লাটফর্ম CrowdTangle এর তথ্য অনুযায়ী ফেসবুকে শিশিরকে ভুলভাবে উদ্ধৃত করা পোস্টের সংখ্যা ২৫০ টি যেগুলোতে ইতোমধ্যে প্রায় ১ লক্ষ ৯০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। ফেসবুকের আরও কিছু পোস্ট দেখুন এখানেএখানে

শিশির তার পোষ্টে যে গ্রাফিক ইলাস্ট্রেশনটি দিয়েছেন তাতে মূলত দেখানো হয়েছে, সাকিব ‘লাথি’ মেরে ক্রিকেটের দুর্নীতি উড়িয়ে দিচ্ছেন। “Das Sourav” নামের একজন ফেসবুক ব্যবহারকারী ইলাস্ট্রেশনটি বানিয়ে ১১ জুন তার প্রোফাইল থেকে প্রথম প্রকাশ করেন।

 

স্ক্রিনশট

 

লাথি মেরে ক্রিকেটের দুর্নীতি উড়িয়ে দিচ্ছেন সাকিব — এমন একটি ছবি পোস্ট করায় সাধারণ পাঠক শিশিরকে উদ্ধৃত করা ভুল দাবিটি দিয়ে বিভ্রান্ত হচ্ছেন। তবে Das Sourav এর বানিয়ে দেয়া ছবিটি তিনি শেয়ার করেছেন তার পোস্টে।

 

সাধারণ পাঠকের বিভ্রান্ত হবার নমুনা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চটকদার শিরোনাম লাগিয়ে কিন্তু ভেতরের অংশ ঠিকঠাক রেখে এভাবে শিশিরের বরাত দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একাধিক অনলাইন পোর্টাল। সেই আলোকে ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত প্রতিবেদন ও ফেসবুক পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ চিহ্নিত করে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

Leave a Reply