“বাংলাদেশ দূতাবাসের ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শ্রেয়া ঘোষাল!” – বিভ্রান্তিকর শিরোনাম ভাইরাল

Published on: May 7, 2022

৪ মে ২০২২ ইং তারিখে “বাংলাদেশ দূতাবাসের ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শ্রেয়া ঘোষাল!” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে আরটিভি সহ একাধিক নিউজ পোর্টাল। মূলত এই শিরোনামটি “বিভ্রান্তিকর”। শ্রেয়া ঘোষালকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে একটি ভূয়া প্রতিষ্ঠানের কাছে চুক্তির জন্য অগ্রিম আট লক্ষ টাকা পাঠিয়েছিল কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস। এরপরে অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে উক্ত প্রতিষ্ঠানটির সাথে কোনভাবেই যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় লিখিত অভিযোগ করেছে বাংলাদেশ উপ দূতাবাস কর্তৃপক্ষ।

বিভ্রান্তিকর শিরোনামে প্রকাশিত কিছু প্রতিবেদনের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা যায়, ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালকে বাংলাদেশে আমন্ত্রণের জন্য কোনো একটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা অগ্রিম দিয়ে প্রতারিত হয়েছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। ভারতের শিল্পী চিরন্তন বন্দোপাধ্যায়ও একই সংস্থা মারফত ২০ লক্ষ টাকা প্রতারিত হয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার পর বাংলাদেশের প্রতারিত হবার বিষয়টি জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজনরা একটি আসল কোম্পানির নাম ব্যবহার করে একটি কাল্পনিক প্রতিষ্ঠান তৈরি করেছে। তারা কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস থেকে অগ্রিম হিসেবে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা পাঠানো হয়েছিল ভূয়া প্রতিষ্ঠানটির পরিচালক কৃষ্ণ শর্মার অ্যাকাউন্টে। উপ দূতাবাস শ্রেয়া ঘোষালের একটি জাল ই-মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্বীকৃতি বার্তা পেয়েছিল।

পরে অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে উক্ত প্রতিষ্ঠান (হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড) এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে বাংলাদেশ উপ দূতাবাস বুঝতে পারে যে, বিষয়টি ভূয়া। এ বিষয়ে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় অভিযোগ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাস জানিয়েছে, ঈদের ছুটির পর এই ঘটনা সম্পর্কে জানানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে এখন পর্যন্ত পুলিশি তদন্তে উক্ত ঘটনায় গায়িকা শ্রেয়া ঘোষালের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নি। অনুসন্ধানে দেখা যায়, বিভ্রান্তিকর শিরোনামযুক্ত বেশীরভাগ সংবাদ আরটিভি থেকে প্রকাশিত সংবাদটি কপি করেছে। যদিও আরটিভি’র সংবাদটির বিস্তারিত অংশে উল্লেখ রয়েছে “যদিও এ বিষয়ে শ্রেয়া সরাসরি সম্পৃক্ত কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।“ তবে “বাংলাদেশ দূতাবাসের ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শ্রেয়া ঘোষাল!” শিরোনামটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বিবেচনায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply