দেউলিয়া হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্ক যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক নয়

Published on: April 16, 2023

‘যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে গেছে’ – এমন একটি ভাইরাল পোস্ট পাওয়া যাচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক নয়, বরং যুক্তরাষ্ট্রে ব্যাংক দেউলিয়া হবার দ্বিতীয় বৃহত্তম ঘটনা এটি। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মধ্যে সিলিকন ভ্যালি ব্যাংকের অবস্থান প্রকৃতপক্ষে ১৬ তম। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে বিভ্রান্তিকর আখ্যা দিচ্ছে।

বিভ্রান্তির উৎস

এ বছর ১২ মার্চ থেকে ফেসবুকে পোস্টটি ভাইরাল হয়। কিছু সংবাদমাধ্যমেও সিলিকন ভ্যালি ব্যাঙ্ককে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ধ্বসের পর যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদপত্র দি নিউইয়র্ক টাইমস এ ঘটনা নিয়ে ১০ মার্চ ‘The Second-Biggest Bank Failure‘ শিরোনামে রিপোর্ট প্রকাশ করে, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘ব্যাংক ধ্বসের দ্বিতীয় বৃহত্তম ঘটনা’।

 

 

মূল রিপোর্টে বলা হচ্ছে, ২০০৮ সালে ওয়াশিংটন মিউচুয়াল নামক একটি ব্যাংকিং কোম্পানি দেউলিয়া হয়ে যাবার পর সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়া হচ্ছে ব্যাংক-ধ্বসের (দ্বিতীয়) বৃহত্তম ঘটনা।

 

রিপোর্টে মোট সম্পদের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংকগুলোর একটি তালিকা দেওয়া হয় যেখান থেকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হলো ব্যাঙ্ক অফ আমেরিকা যার সম্পদের পরিমাণ ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই তালিকায় ২০৯ বিলিয়ন ডলার পরিমাণ সম্পদ নিয়ে ব্যাংকগুলোর মধ্যে সিলিকন ভ্যালি ব্যাংকের অবস্থান ১৬তম।

দি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের সূত্র ধরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম ফেডারেল রিজার্ভের ওয়েবসাইট থেকে একই তথ্য পাওয়া যায়।

 

এছাড়া মার্কিন আরো দুটি বিখ্যাত সংবাদমাধ্যম দি ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন (CNN) থেকে জানা যাচ্ছে সিলিকন ভ্যালি ব্যাংকের দেউলিয়া হবার ঘটনা যুক্তরাষ্ট্রে ব্যাংক ধ্বসের দ্বিতীয় বৃহত্তম ঘটনা, এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মধ্যে ব্যাংকটির অবস্থান প্রথম ২০ এর মধ্যে।

 

                                                    দি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট (১০ মার্চ,২০২৩)

 

                                                             সিএনএনের রিপোর্ট (১১ মার্চ,২০২৩)

 

তাই উপযুক্ত প্রমাণসাপেক্ষে ফ্যাক্টওয়াচ এই পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে। উল্লেখ্য, সিলিকন ভ্যালি ব্যাংক-ধ্বসের দুদিন পরেই যুক্তরাষ্ট্রের সিগনেচার ব্যাংকের পতন হয়, যাকে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংক ধ্বসের ঘটনা বলা হচ্ছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh