Published on: March 26, 2023
![]() |
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
সীতা রোডের নাম পরিবর্তন করে রহমানী নগর রাখা হয়েছিলো কিনা তা যাচাই করতে আমরা গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজ এর শরণাপন্ন হই এবং সেখান থেকে জানতে পেরেছি যে, সীতা রোড পাকিস্তানের সিন্ধ প্রদেশের দাদো অঞ্চলে অবস্থিত। গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত সীতা রোডের আশে-পাশে অবস্থিত বিভিন্ন স্থাপনার ঠিকানায় সীতা রোড নামটি ব্যবহার করতে দেখা গেছে। যেমন: একটি পুলিশ স্টেশনের ঠিকানায় সীতা রোড নামটি ব্যবহৃত হয়েছে, রহমানী নগর রেলওয়ে স্টেশনের ঠিকানায় সীতা রোড নামের উল্লেখ আছে, একটি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র (Rural Health Center) এর ঠিকানাতেও সীতা রোড নামটি ব্যবহৃত হয়েছে।
এছাড়াও, আব্দুল রব মেমোরিয়াল পাবলিক স্কুল এবং মৌলভী আব্দুল গফর সিতাই ডিগ্রি কলেজ এর ঠিকানায় সীতা রোড নামটি ব্যবহার করা হয়েছে। উক্ত দুটো শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ দেখুন এখানে এবং এখানে।
তাছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের দাদো অঞ্চলের সংবাদ প্রকাশের সময় সীতা গ্রাম, সীতা রোড পুলিশ স্টেশন, সীতা রোড হেল্থ সেন্টার এর নাম ব্যবহার করা হয়েছে। এমন কিছু সংবাদের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ইউটিউব থেকে প্রাপ্ত একটি ভিডিওতে দেখতে পাওয়া সীতা রোড হেল্থ সেন্টারের সম্মুখভাগের সাথে গুগল ম্যাপ থেকে প্রাপ্ত RHC Sita Road এর সম্মুখভাগের বেশ মিল রয়েছে।
উক্ত ভিডিওতে আরও দেখা গেছে যে, সীতা রোডে অবস্থিত রেলওয়ে স্টেশনটির সাইনবোর্ড এবং যাত্রী ছাউনিতে রহমানী নগর এর নাম লেখা রয়েছে। অর্থাৎ, রেল স্টেশনটি রহমানী নগর নামেই পরিচিত।
উল্লেখ্য, সীতা রোড রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রহমানী নগর রেলওয়ে স্টেশন রাখা হয়েছিলো। দেখুন এখানে।
অতএব, এই বিষয়টি স্পষ্ট যে সীতা রোডের নাম পরিবর্তন করে রহমানী নগর রাখা হয়নি। বরং, পূর্ব থেকেই এটি সীতা রোড নামে পরিচিত এবং শুধুমাত্র রেলওয়ে স্টেশনটি রহমানী নগর নামে পরিচিত।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
সংশোধনী: “শুধুমাত্র সীতা রোডে অবস্থিত রেলওয়ে স্টেশনটি রহমানী নগর নামে পরিচিত” এই বাক্যটি পরিবর্তন করে “শুধুমাত্র সীতা রোড রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রহমানী নগর রেলওয়ে স্টেশন রাখা হয়েছিলো” করা হয়েছে। এর ফলে মূল বিষয়টি আরোও বোধগম্য হয়েছে। প্রতিবেদনের শেষে এই বাক্যটিকে সমর্থন করে এমন একটি ছবিও জুড়ে দেয়া হয়েছে। |
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|