“আর রিক্সা চার্জ দেওয়া লাগবে না, এসে গেছে সোলার রিক্সা।“ – ভারতের পুরনো ছবি বাংলাদেশের বলে প্রচার

Published on: July 4, 2021

৩০ জুন ২০২১ তারিখে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে “আর ব্যাটারিতে চার্জ দিতে হবে না। এসে গেছে সোলার রিক্সা। আমরা বাঙালি কোন বাধা আমাদের কে দাবাইয়া রাখতে পারবে না।“ ক্যাপশনযোগে একটি পোস্ট প্রচুর শেয়ার হয়েছে। ভাইরাল হওয়া পোস্টের ক্যাপশনটি মিথ্যা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, সোলার রিকশার ছবিটি বাংলাদেশের নয়, ভারতের।

সম্প্রতি ফেসবুকে শেয়ার হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


উক্ত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, এটি ২০১৯ সালের ১৯ জুলাই তারিখে ভারতের দিল্লীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লী (আইআইটি দিল্লী) ক্যাম্পাসে তোলা ছবি। সেদিন কেন্দ্রীয় সরকার উদ্যোগে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড (সিইএল) নামক কোম্পানি আইআইটি দিল্লী ক্যাম্পাস এলাকায় চলাচলের জন্য রিকশা চালকদের কাছে দশটি সৌর চালিত রিকশা বিতরণ করেছে। বিশেষ নকশাযুক্ত প্রতিটি রিকশার ছাদ হিসাবে ব্যবহার করা হয়েছে ৩০০ ওয়াটের সৌর প্যানেল।

আইআইটি দিল্লী’র ভ্যারিফাইড টুইটার একাউন্ট থেকে প্রকাশিত এবিষয়ক একটি টুইট দেখুন এখানে।

এছাড়া এনিয়ে সেসময় প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের একটি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। hindi.drivespark.com এর একটি প্রতিবেদন দেখুন এখানে

দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের ছবিটিতে দেখা যাচ্ছে রিকশাগুলোর সামনে হলুদ পাগড়ি পরিহিত শিখ ধর্মালম্বী এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সম্প্রতি বাংলাদেশের ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোতে দেখা যাচ্ছে সেই ব্যক্তির পাগড়িটি এডিট করে ঢেকে দেয়া হয়েছে, যাতে বোঝা না যায় এটি ভারতের ছবি।

ছবি: দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের ছবি


 

ছবি: এডিট করে পাগড়ি ঢেকে দেয়া ছবি

উল্লেখ্য যে, সম্প্রতি গত ২০ জুন ২০২১ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্স এর সভা শেষে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উক্ত ফেসবুক পোস্টগুলোতে দাবিকৃত এমন সৌর শক্তিতে চালিত রিকশা এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও দেখা যায়নি। ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী তাই ফেসবুক পোস্টগুলোর দাবি অসত্য ও বিভ্রান্তিকর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply