“আবু ত্ব-হাকে নিয়ে সংবাদ না করায় সময় টিভির ‘পদ’ ছেড়েছেন আয়াস!”- ভুয়া শিরোনাম ভাইরাল

Published on: June 19, 2021

সম্প্রতি “আবু ত্ব-হাকে নিয়ে সংবাদ না করায় সময় টিভির ‘পদ’ ছেড়েছেন আয়াস!” শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। আয়াস ইবনে আবেদিন জয় নামের এক ব্যক্তি নিজেকে সময় টিভির “অনলাইন রিপোর্ট রাইটার” দাবি করে সেই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে ১৪ জুন তারিখে ফেসবুকে একটি পোস্ট দেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উক্ত ব্যক্তির ফেসবুকে করা দাবিটি মিথ্যা এবং সময় টিভির কর্মী পরিচয়ে ভুয়া পোস্ট করায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে সময় টিভি কর্তৃপক্ষ। ফলে আবু ত্ব-হাকে নিয়ে সংবাদ না করায় সময় টিভির ‘পদ’ ছেড়েছেন আয়াস এমন শিরোনামগুলোকেও ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ চিহ্নিত করেছে।

 

গত ১৭ এবং ১৮ জুন সামাজিক মাধ্যম ফেসবুকে “আবু ত্ব-হাকে নিয়ে সংবাদ না করায় সময় টিভির ‘পদ’ ছেড়েছেন আয়াস!”  শিরোনামে একটি খবর ভাইরাল হতে দেখা গিয়েছে। সোশ্যাল মনিটরিং প্লাটফর্ম CrowdTangle এর তথ্য অনুযায়ী ফেসবুকে এ ধরণের পোস্টের সংখ্যা ১৪৭ টি যেগুলোতে ইতোমধ্যে প্রায় ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।

ফেসবুকে ভাইরাল পোস্ট গুলো দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সময় টিভি ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানকে নিয়ে কোন সংবাদ প্রকাশ না করায় “অনলাইন রিপোর্ট রাইটার” পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি ভুয়া পোস্ট করেন আয়াস ইবনে আবেদিন জয় নামের এক ব্যক্তি। কিন্তু সময় টিভির দাবি অনুযায়ী, এই প্রতিষ্ঠানের সাথে উক্ত ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং বার্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত এই নামের কেউ কোনো পর্যায়ের কর্মী ছিলেন না, এখনো নেই। ফলে এহেন প্রচারণায় বিক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটি এই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছে। বিস্তারিত জানতে ১৬ জুন প্রকাশিত “সময় টিভির নামে ভুয়া পোস্টকারীর বিরুদ্ধে জিডি” শীর্ষক প্রতিবেদনটি পড়ুন এখানে

 

অন্যদিকে, ফ্যাক্টওয়াচের গবেষণায় দেখা গেছে, ভাইরাল হওয়া সংবাদগুলো আয়াসের ভূয়া দাবি থেকে সময় টিভির জিডি করা পর্যন্ত সব সঠিক সংবাদই পরিবেশন করেছে। শুধু শিরোনামটা দিয়েছে চটকদার, মানুষকে বিভ্রান্ত করার জন্য। সাইবার পরিভাষায় একে ক্লিকবেইট বলা হয়। মূলত সময় টিভির প্রতিবেদনটি হুবহ কপি করে সংবাদ প্রকাশ করেছে ‘news.dailyekattor.com’ এবং ‘rtnbd.net’সহ একাধিক অনলাইন পোর্টাল। কিন্তু বিস্তারিত না-পড়ে শুধু শিরোনাম পড়েই বিভ্রান্ত হচ্ছেন পাঠকেরা।

সাধারণ পাঠকের বিভ্রান্ত হবার নমুনা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, আজ ১৯ জুন ২০২১ তারিখে ফেসবুকে সার্চ করে ‘Aiyas Ibne Abedin Joy’ নামে কোন আইডি খুঁজে পাওয়া যায় নি। এতে ধারণা করা যায়, উক্ত ব্যক্তির বিরুদ্ধে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করলে ব্যবহারকারী আইডি বন্ধ করে দেন। ফলে ‘Aiyas Ibne Abedin Joy’ নামের ফেসবুক ব্যবহারকারীর সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারি নি।

তবে “Junaed Habib” নামের একজন ফেসবুক ব্যবহারকারী এক পোস্টে দাবি করেন, আয়াসের সাথে তার যোগাযোগ হয়েছে।

“Junaed Habib” এর পোস্টটি দেখুন

 

তবে এটি পরিষ্কার যে ‘Aiyas Ibne Abedin Joy’ -এর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যেসব চটকদার এবং মিথ্যা শিরোনামে খবর ভাইরাল হয়েছে তা সাধারণ পাঠকের মাঝে প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে। বিস্তারিত অংশের সাথে শিরোনামের কোন মিল না পাওয়ায় ফ্যাক্টওয়াচ এহেন শিরোনামকে “মিথ্যা” হিসেবে আখ্যায়িত করে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

Leave a Reply