কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলে নিহত হওয়ার গুজব

Published on: February 19, 2023

‘কানাডায় সড়ক দুর্ঘটনায় বিখ্যাত গায়ক কুমার বিশ্বজিৎ-এর ছেলে নিহত হয়েছেন’ – এমন পোস্ট পাওয়া যাচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছেলে নিবিড় কুমার দুর্ঘটনায় নিহত হন নি, গুরুতর আহত অবস্থায় আইসিইউতে আছেন। তবে তার বাকি তিন সহযাত্রী দুর্ঘটনায় মারা গেছেন। তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

ফেব্রুয়ারির ১৫ তারিখ এ দুর্ঘটনার সংবাদ বাংলাদেশী গণমাধ্যমে আসার পর সেদিন থেকেই এই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ১৫ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলো থেকে জানা যাচ্ছে যে, কানাডার টরন্টোতে আরও ৩ জন বাংলাদেশি শিক্ষার্থীকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলে ২ জন মারা যান, ১ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান, এবং গুরুতর আহত নিবিড় কুমারকে একটি স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কালের কণ্ঠের রিপোর্ট দেখুন এখানে, যুগান্তরের রিপোর্ট দেখুন এখানে, দি ডেইলি স্টারের রিপোর্ট দেখুন এখানে, বাংলানিউজ২৪-এর রিপোর্ট দেখুন এখানে

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের ১৫ ফেব্রুয়ারির ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যাচ্ছে, আহত নিবিড় কুমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রীতম আহমেদ এ সম্পর্কিত বিভ্রান্তমূলক সংবাদ প্রচার না করার অনুরোধ জানান।

প্রথম আলোর ১৭ ফেব্রুয়ারির রিপোর্ট বলছে শিল্পী কুমার বিশ্বজিৎ প্রথম আলোকে জানিয়েছেন যে, নিবিড়ের অবস্থার কোনো অবনতি হয় নি, অপরিবর্তিত আছে। তার চিকিৎসার দুটো ধাপ এখনও বাকি আছে। এ ধাপ দুটো সম্পন্ন হলে আশঙ্কা কাটবে বলে মনে করছেন।

 

কালের কণ্ঠের ১৮ ফেব্রুয়ারির রিপোর্ট থেকে একই তথ্য জানা যাচ্ছে। গণমাধ্যমে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, নিবিড় কুমার এখন পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ কিছু রিপোর্ট দেখুন এখানে, এখানে

সুতরাং দেখা যাচ্ছে, কানাডায় চার শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথে নিবিড় কুমারের নিহত হওয়ার গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাই প্রমাণসাপেক্ষে ফ্যাক্টওয়াচ একে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh