৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক কি দশ হাজার করে টাকা দিচ্ছে?

Published on: August 24, 2022

সম্প্রতি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি ওয়েবলিংক অনেকে শেয়ার করছেন যেখানে দাবি করা হচ্ছে, ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দশ হাজার করে টাকা দিচ্ছে। মূলত এটি একটি ভূয়া তথ্য। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে এমন কিছু পাওয়া যায় নি। ইতিপূর্বেও ফ্যাক্টওয়াচ এধরণের ভূয়া অফার সনাক্ত করেছিল।

ফেসবুকে শেয়ারকৃত এমন কিছু ওয়েব লিংকযুক্ত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

“Sonali Bank Limited 50th Anniversary Government Fund Subsidy!” শিরোনামযুক্ত উক্ত ওয়েবলিংকটি তে ক্লিক করলে ৪ টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। প্রশ্নগুলোর উত্তর দেয়া শেষে পুরষ্কার পেতে পোস্টে দেয়া ছবিতে প্রদর্শিত বক্সগুলোতে ক্লিক করতে বলা হচ্ছে এবং প্রাপ্ত পুরষ্কার দাবি করতে লিংকটি বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে ৫টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুর সাথে শেয়ার করতে বলা হচ্ছে।



উল্লেখ্য যে, এ বছরের ২৪ মার্চ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ৫০ বছরপূর্তি উদযাপন করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh