Published on: December 29, 2021
![]() |
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে ভাইরাল হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ভাইরাল খবরটিতে ব্যবহৃত শিশুর ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, এটি শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়ের সন্তান। ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখে নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে তিনি শিশুটির একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশন ছিলো, “It’s a baby boy… very happy for you didi…love you”
হিন্দুস্তান টাইমস বাংলা থেকে প্রকাশিত এ বিষয়ক একটি সংবাদ বলছে, “প্রায় ১৮ বছর পর শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য। উচ্ছ্বাসে ভাসছেন টলি নায়িকা। মা হয়েছেন শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়। বোনপোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রাবন্তী।”
ভাইরাল খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা যায়, ২০ অক্টোবর ২০২১ তারিখে ঢাকা পোস্ট থেকে প্রকাশিত একটি সংবাদ কে হুবহু কপি করে এই খবরটি তৈরি করা হয়েছে। “স্বামীর কাছে প্রতি মাসে ৮ লাখ টাকা দাবি শ্রাবন্তীর” শিরোনামে খবরটি দেখুন এখানে।
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সদ্য ভূমিষ্ঠ সন্তান নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি সংবাদমাধ্যমে।
উক্ত তথ্যপ্রমাণ সাপেক্ষে বিষয়টি স্পষ্ট যে, বোন স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়ের সন্তানের ছবিকে শ্রাবন্তীর সন্তান বলে প্রচার করা হচ্ছে। ভুল শিরোনাম এবং অপ্রাসঙ্গিক বিস্তারিত অংশের জন্য ফ্যাক্টওয়াচ খবরটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|