“শ্রীলঙ্কার জনগণকে চার মাসের খরচ দেবেন স্মিথ, স্টার্করা” – বিভ্রান্তিকর 

Published on: June 15, 2022

সম্প্রতি “শ্রীলঙ্কার জনগণকে চার মাসের খরচ দেবেন স্মিথ – স্টার্করা”-ক্যাপশনে একটি পোস্ট ফেসবুকে শেয়ার হয়েছে। অনুসন্ধানে জানা যায়, শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ে সহায়তা করতে জাতিসংঘ বা ইউএন এবং অন্যান্য বেসরকারি সংস্থা $47.2 মিলিয়ন তহবিল সংগ্রহের আবেদন করেছে। সেই তহবিলে সহায়তার হাত বাড়িয়ে দিতে ক্রিকেটার স্মিথ এবং স্টার্ক সকলের প্রতি একটি ভিডিও বার্তায় অনুরোধ জানিয়েছেন এবং তারা নিজেরা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অর্থাৎ ক্রিকেটার স্মিথ এবং স্টার্করা এককভাবে কোনো অর্থ শ্রীলঙ্কার জনগণকে দিচ্ছে না। যে কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া এসকল  পোস্টলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।  

 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।  

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিটির সত্যতা জানতে বিভিন্ন কীওয়ার্ড সার্চ করা হলে, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়।Australian players back UN appeal for crisis-hit Sri Lanka” ক্যাপশনে France 24 থেকে প্রকাশিত একটি প্রতিবেদন দেখুন এখানে প্রতিবেদনটিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে এবং সেদেশের মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চিকিৎসা সামগ্রী কিনতে জাতিসংঘের জরুরি ত্রাণতহবিলে  সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন  অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্মিথ এবং স্টার্ক।

NEWSWIRE থেকে প্রকাশিত  অন্য একটি প্রতিবেদন দেখুন এখানে 

“SL economic crisis: Australian cricket stars launch appeal” শিরোনামে প্রকাশিত সংবাদটির বিস্তারিত অংশে দেখা যায়, ক্রিকেটার স্মিথ এবং স্টার্ক শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়াতে আবেদন করছেন। 

টুইটারে প্রকাশিত স্মিথ এবং স্টার্কের  ভিডিও বার্তাটি দেখুন এখানে।  

ভিডিওটি দেখেও বিষয়টি সুস্পষ্ট যে স্মিথ এবং স্টার্ক শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়াতে অনুপ্রেরণামূলক প্রচারণা এবং অন্যদের প্রতি আহ্বান করছেন।  

শ্রীলঙ্কার জনগণের জন্য জাতিসংঘের জরুরি অর্থ সংগ্রহ আবেদনের প্রতিবেদনটি দেখে নেয়া যাক এখানে

উক্ত প্রতিবেদনটির বিস্তারিত অংশে বলা হয়েছে, $47.2 মিলিয়ন অর্থ দিয়ে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস পরিচালনা করা সম্ভব হবে। 

অর্থাৎ জাতিসংঘের জরুরি অর্থ সংগ্রহ আবেদনের বিষয়টি জনসাধারণের মাঝে জোরদার করতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্মিথ এবং স্টার্ক জোরালো ভূমিকা রাখছেন এবং তারা নিজেরাও যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। 

তবে সংবাদটিকে চটকদার শিরোনামে উপস্থাপন করার কারণে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। যেকারণে সকল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর চিহ্নিত করেছে। 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply