“পাথর হাওয়ায় ভাসছে”- ছবিটিকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে

Published on: August 8, 2021

৬ আগস্ট ২০২১ তারিখে “মুসলমান হলে এড়িয়ে যাবেন না, বলুন তো কার ইশারায় পাথর হাওয়ায় ভাসছে?” – ক্যাপশনসহ একটি ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মূল ছবিটিকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে “বিকৃত” করা হয়েছে। ফলে, “পাথর হাওয়ায় ভাসছে” বলে যে দাবিটি করা হয়েছে, এটি মূলত এই বিকৃত ছবির ওপর ভিত্তি করে।

 

গত ৬ আগস্ট ২০২১ তারিখে “Md. Monir Hossain” নামে একজন ফেসবুক ব্যবহারকারী “মুসলমান হলে এড়িয়ে যাবেন না, বলুন তো কার ইশারায় পাথর হাওয়ায় ভাসছে?”- এমন শিরোনামসহ একটি ভাসমান পাথরের ছবি প্রকাশ করেন। পরবর্তীতে এই ছবিটি অসংখ্য মানুষ শেয়ার দিলে তা ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়।

ফেসবুকে শেয়ারকৃত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 

 

 

 

 

 

 

কি আছে পোস্টে?

এখানে মূলত একটি ছবি দেখা যাচ্ছে। ছবিটির উপরের অংশে একটি বিশাল পাথর যেটি কিনা ভাসমান অবস্থায় রয়েছে। ছবিটির নিচের অংশে লেখা আছে: “মুসলমান হলে এড়িয়ে যাবেন না, বলুন তো কার ইশারায় পাথর হাওয়ায় ভাসছে?”। এছাড়াও বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী নিজেদের ফেসবুক আইডি থেকে শেয়ার করার সময় ভিন্ন ভিন্ন শিরোনাম ব্যবহার করছেন।

 

অনুসন্ধান

ভাইরাল হওয়া এই ছবিটির মূল উৎস সম্পর্কে জানতে গুগল রিভার্স ইমেজ সার্চের সাহায্য নেয়া হয়। সেখানে এমন অসংখ্য ছবির প্রমাণ পাওয়া যায়। যার মধ্যে অনেকগুলোই অনেক পুরানো। তাই ছবিটির মূল উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।

অন্যদিকে, ছবিতে দাবিকৃত ভাসমান পাথরটি মূলত কোথায় অবস্থিত এমন কোনো তথ্যও সরাসরি ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়নি। তাই, উল্লেখিত পাথরের অবস্থান জানার জন্য গুগল ম্যাপের সাহায্য নিলে সেখানে দেখা যায়, এই পাথরের অবস্থান সৌদি আরবে। ম্যাপে “Floating Rock” নামে জায়গাটি চিহ্নিত করা আছে।। গুগল ম্যাপের তথ্যমতে, পাথরের মূল অবস্থান “Al Twaitheer 36351, Saudi Arabia”।

 

Google Map Satellite View

 

Google Map Street View

গুগল ম্যাপে পাথরটির অবস্থান দেখুন এখানে

 

পরবর্তীতে পাথরটি আসলেই ভাসমান অবস্থায় আছে কি না তা অনুসন্ধান করে জানা যায়, এই বড় পাথরের নিচে তিনটি ছোট পাথর পিলারের মত সাপোর্ট দিচ্ছে। ঐ তিনটি ছোট পাথরের উপর ভর করেই মূল পাথরটি দাঁড়িয়ে আছে।

সম্পূর্ণ পাথরটি পরিষ্কারভাবে দেখতে দুইটি ইউটিউব ভিডিও দেখুন এখানে এবং এখানে

গুগল ম্যাপ থেকে পাওয়া

 

 

 

 

 

 

 

 

ভাসমান পাথরের দাবিটি যে সত্য নয়, উপরের ভিডিও এবং ছবি থেকে নিশ্চিত হওয়া যায়। সুতরাং এটাও নিশ্চিত যে, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি মূলত কম্পিউটার প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে। মূল পাথরের নিচে যে তিনটি পিলার সদৃশ পাথর রয়েছে এই অংশটুকু বাদ দিয়ে দেয়া হয়েছে, যাতে মনে হয় যে পাথরের নিচে কিছু নেই। মাটি থেকে পাথর পর্যন্ত জায়গাটুকু ফাঁকা থাকায় এটিকে দেখতে ভাসমান মনে হচ্ছে।

উল্লেখ্য, এর আগে একই ছবি বিভিন্ন শিরোনামে বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাল হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, একবার দাবি করা হয় ছবিটি জেরুজালেমে অবস্থিত এবং আরেকবার দাবি করা হয় গবেষকেরা অনেক গবেষণা করেও পাথরটি ভেসে থাকার কারণ জানতে পারেনি। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন ফ্যাক্টচেকিং সংস্থাগুলো এটি নিয়ে প্রতিবেদন তৈরি করে।

২০১৯ সালে “AFP”-এর এমন একটি ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে

সিদ্ধান্ত

উপরে বর্ণিত অনুসন্ধান থেকে নিশ্চিত ভাবেই বলা যায় “পাথর ভাসছে” এমন দাবিটি সঠিক নয়। মূল ছবিকে বিকৃত করে ভাসমান রুপ দেওয়া হয়েছে। ধর্মীয় আবেগ জড়িত থাকায় সাধারণ ব্যবহারকারীরাও ছবিটি শেয়ার করছেন এবং শেষ পর্যন্ত এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এই ছবিটিকে একটি “বিকৃত” ছবি হিসেবে চিহ্নিত করছে এবং দাবিটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

Leave a Reply