কারাবন্দি নারীর ছবিটি অং সান সু চি’র নয়

Published on: July 23, 2021

২২ জুলাই ২০২১ তারিখে “বন্ধুরা, দেখেনতো চিনেন কি না। আমি কিন্তু চিনতে পারছি, তবে খুব কষ্ট হইছে চিনতে” ক্যাপশনযোগে ফেসবুকে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র একটি ছবি প্রচুর শেয়ার হয়েছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে মূল ছবিটি সু চি’র নয়, অন্য একটি পুরোনো ছবিতে সু চি’র মুখমণ্ডল কৃত্রিমভাবে বসিয়ে দেয়া হয়েছে। মূল ছবিটি একজন মহিলা কয়েদির, যা তোলা হয়েছিল ১২ জুলাই ২০১৩ তারিখে।

সম্প্রতি এডিট করা সু চি’র ছবিটি ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


 

কারাগারের পোশাক পরিহিত, হাতে শেকল বাঁধা সু চি’র ছবিটির মুখাবয়বে স্পষ্টভাবে খেয়াল করলে বোঝা যায় এটি ফটোশপ বা অন্য কোনো ছবি সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে। গুগলের রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করে ফ্যাক্টওয়াচ দেখতে পায়, ২০১৭ ও ২০১৮ সালের বিভিন্ন সময়ে বেশ কিছু ওয়েবসাইটের লেখায় ছবিটি ব্যবহৃত হয়েছে, যেখানে ছবিসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, “Wikimedia Commons”। এমন কিছু ওয়েবসাইট দেখুন এখানে, এখানে এবং এখানে।


Wikimedia Commons এর ওয়েবসাইটে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, মূল ছবিটি তোলা হয়েছিল ১২ জুলাই ২০১৩ তারিখে। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, “A female prisoner living inside her tiny prison cell. The cell provides the inmate with a toilet and a bed, as well as bars to protect her from the outside elements. The cell is designed for the comfort and benefit of the prisoner as well as the public.”

এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “একজন মহিলা কয়েদি তার ক্ষুদ্র কারাকক্ষে বসবাস করছেন। এই কক্ষে কয়েদির জন্য রয়েছে একটি টয়লেট, একটি বিছানা এবং সুরক্ষার জন্য কিছু বার। কয়েদির পাশাপাশি জনসাধারণের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ঘরগুলোর নকশা করা হয়েছে।“

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০ জুলাই ২০২১ (মঙ্গলবার) কারান্তরীণ সূ চি-র ঘনিষ্ঠ সহযোগী নেয়ান উইন কোভিড আক্রান্ত হয়ে কারাগারে মৃত্যুবরণ করেন। এর আগে দেশটির শহীদ দিবসের অনুষ্ঠানেও সূ চি-কে অংশগ্রহণ করতে দেয় নি সামরিক জান্তা। বিগত এক মাসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সূ চি-কে নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো পরখ করে দেখেছে ফ্যাক্টওয়াচ এখানে। কোথাও কারাবন্দি সূ চি-র কোনো ফটোগ্রাফ পাওয়া যায় নি।

কাজেই, ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি কোনোভাবেই মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র নয়।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply