বিদ্যুত না-থাকায় জাপানের মন্ত্রী ক্ষমা চাইছেন এই ছবিতে?

Published on: May 17, 2023

সামাজিক মাধ্যমে বেশ কয়েকবছর ধরে একটি ছবি শেয়ার হতে দেখা গেছে যেখানে বলা হচ্ছে জাপানের একটি গ্রামে ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিদ্যুৎ ও শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেই গ্রামবাসীর কাছে ২০ মিনিট ধরে মাথা নিচু করে ক্ষমা চাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় উক্ত ছবিটি ঐ একই দাবিসহ সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে ছবির ঐ ব্যক্তিটির সাথে জাপানের বিদ্যুৎ ও শক্তি মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই এবং ছবির ঐ ব্যক্তিটি হচ্ছেন তাকাহিরো হাশিগো (Takahiro Hachigo), যিনি জাপানিজ মোটর কার নির্মাণকারী প্রতিষ্ঠান হোন্ডা (Honda) এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। উক্ত ছবিটি জনাব হাশিগো ২০১৫ সালে হোন্ডার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পাওয়ার পর একটি সংবাদ সম্মেলনে তোলা হয়েছিলো। ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবিটির উৎস এবং বিভিন্ন প্রতিবেদন মারফত বিষয়গুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটির সত্যতা যাচাই করতে আমরা ঐ ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের ফলাফলে প্রাথমিকভাবে Alamy নামক একটি ইন্টারনেট ফটো লাইব্রেরিতে উক্ত ছবিটির অনুরূপ একটি ছবি পাওয়া যায়। Alamy থেকে প্রাপ্ত ছবিটির বিবরণ থেকে জানা গেছে ছবিতে থাকা ব্যক্তিটির নাম হচ্ছে তাকাহিরো হাশিগো তিনি হোন্ডা মোটর কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এর দায়িত্ব গ্রহণের পর ৬ই জুলাই ২০১৫ এ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ছবিটি ঐ সংবাদ সম্মেলনেই তোলা হয়েছিলো। জনাব হাশিগো ১৯৮২ সালে হোন্ডা কোম্পানিতে যোগ দেন এবং কোম্পানিটির প্রথম প্রজন্মের ওডেসি মিনিভ্যান উৎপাদনের দায়িত্বে ছিলেন।

Image: Excerpt from Alamy photo library

 

পরবর্তীতে কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে আমরা গুগল সার্চ করি এবং উক্ত ছবি ও দাবি সংশ্লিষ্ট বেশকিছু প্রতিবেদন খুঁজে পাই। বিবিসি থেকে প্রকাশিত The country where the streets clean themselves (or maybe not) শিরোনামের প্রতিবেদনটিতে জাপান নিয়ে বিভিন্ন প্রচলিত ধারণা এবং সেগুলোর যথাযথ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। ঐ প্রতিবেদনটিতে জাপানের শক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মাথা নিচু করে ক্ষমা চাচ্ছেন – এই দাবিটি উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ছবিটি ২০১৫ সালে তার প্রথম সংবাদ সম্মেলনে হোন্ডার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার।  

Image: Excerpt from the BBC’s article

 

অল্ট নিউজ এ প্রকাশিত Laughing Colours: A Popular Facebook page that routinely posts misinformation শিরোনামের প্রতিবেদনটিতে একটি ফেসবুক পেইজের প্রতিনিয়ত ভুল তথ্য ছড়ানোর বিষয় উল্লেখ করা হয়। ঐ প্রতিবেদনটিতে হোন্ডা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে জাপানের মন্ত্রী দাবি করে ছড়ানো গুজবটি সম্পর্কে আলোচনা করা হয়।

Image: Excerpt from the AltNews’s article

 

ফ্যাক্টক্রিসেন্ডো, এএফপি ফ্যাক্টচেক, ডিসমিসল্যাব, এবং আফকার নিউজ সামাজিক মাধ্যমে বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়া জাপানের মন্ত্রীর ২০ মিনিট মাথা নিচু করে ক্ষমা চাওয়ার দাবিটি খন্ডন করেছে।

জাপানের অর্থনীতি, বানিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা মন্ত্রীদের তালিকা যাচাই করে তাকাহিরো হাশিগোর নাম পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত মন্ত্রণালয়ে বর্তমানে দায়িত্বরত মন্ত্রী ইয়াসোতোশি নিশিমুরা এর অধীনে কর্মরত এজেন্সি ফর ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি এর কমিশনার হচ্ছেন শিন হোসাকা।

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, হোন্ডা কোম্পানির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার একটি সংবাদ সম্মেলনে মাথা নিচু করে সম্মান প্রদর্শনের ছবিকে ভুলভাবে উপস্থাপন করে বিগত কয়েক বছরগুলোতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh