তারেক রহমান কি পদ্মা নদী ভরাট করার কথা বলেছেন?

Published on: June 2, 2022

সম্প্রতি পদ্মা নদীকে কেন্দ্র করে তারেক রহমানেরনামে একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তারেক বলেছেন যে, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদী ভরাট করে বিনোদন কেন্দ্র তৈরি করা হবে।অনুসন্ধানে তারেক জিয়ার এমন কোনো বক্তব্য মূলধারার গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া যে ছবিটি দেখা যাচ্ছে সেটিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করা হয়েছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে,এখানে, এখানে এবং এখানে

ভাইরাল দাবি

এখানে তারেক রহমানকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে যে, বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা নদীই ভরাট করে বিনোদন কেন্দ্র তৈরি করে দেয়া হবে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল দাবির সাহায্যে কি-ওয়ার্ড সার্চ করা হলে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে এমন কোনো দাবি খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া বিএনপির অফিসিয়াল সামাজিক মাধ্যম থেকেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ভাইরাল ছবিতে কয়েকটি অসংগতি চিহ্নিত করা যায়:

প্রথমত, ছবিতে ব্যবহৃত শব্দ দেখে বুঝা যায় যে এটি অফিসিয়াল কোনো সংবাদ মাধ্যম নয়। সেখানে সংবাদ মাধ্যমের নাম হিসেবে “BNP NEWS বাংলা” এমন একটি নাম ব্যবহার করা হয়। এছাড়াও এর ডিজাইনের সাথে বিবিসি বাংলার অনেক মিল পাওয়া যাচ্ছে। আবার, ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো (হাওয়া ভবন, খাম্বা তারেক, মাদারে গণতন্ত্র, গাজাপল্টন) বলছে এটি মূলত বিএনপিপন্থী কোনো ওয়েবসাইট নয়।


মূলত এমনই একটি পেজকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে উক্ত ভিত্তিহীন দাবিটি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

সুতরাং, বিষয়টি পরিষ্কার যে তারেক রহমানের নামে ভাইরাল দাবিটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এমন একটি ছবি তৈরি করা হয়ে থাকতে পারে। তাই ফ্যাক্টওয়াচ ভিত্তিহীন এই দাবিটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply