বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকৃত ছবি ভাইরাল

Published on: September 27, 2022

সম্প্রতি একটি ছবি ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে, যার ক্যাপশনে বলা হচ্ছে “বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তারেকের নারী লোলুপতার ইতিহাস!”। মূলত ছবিটি বিকৃত। ফটোশপের মাধ্যমে ছবিটিতে এক ব্যক্তির মুখমণ্ডলের জায়গায় তারেক রহমানের মুখ বসিয়ে দেয়া হয়েছে। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “বিকৃত” সাব্যস্ত করেছে।

ফেসবুকে প্রকাশিত সাম্প্রতিক কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ফেসবুক থেকে প্রাপ্ত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, মূল ছবিটিতে তারেক রহমান নেই। ১০ মার্চ ২০১৪ তারিখে নুরালদীন (nuraldeen.com) নামক একটি ওয়েবসাইট থেকে “গরুদের জন্য সহীহ ফটোশপ টিউটোরিয়াল” শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়েছিল। নিবন্ধটি পড়তে ক্লিক করুন এখানে।

উক্ত নিবন্ধে ফটোশপ বিহীন মূল ছবিটিকে “তুরষ্কের একটি নাইটক্লাবের ছবি” বলে উল্লেখ করা হয়েছে, যদিও ছবিটির মূল উৎস খুঁজে পাওয়া যায় নি। ছবিটিতে তারিখ উল্লেখ রয়েছে “18.01.2014”, অর্থাৎ এটি প্রায় আট বছরের বেশি পুরনো ছবি।

ছবি: এই ছবিটিতে তারিখ উল্লেখিত রয়েছে এবং তারেক রহমান কে দেখা যাচ্ছে না ।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে তারিখের অংশটি কেটে বাদ দেয়া হয়েছে এবং ছবিটি ঘুরিয়ে (হরাইজন্টাল মিরর) দেয়া হয়েছে। এরপর তারেক রহমানের একটি পুরনো ছবি থেকে শুধু মুখের অংশটুকু কেটে নাইটক্লাবের ছবিটিতে একজন ব্যক্তির মুখের ওপর বসিয়ে দেয়া হয়েছে। ফটোশপবিহীন ছবিটিতে অবশ্য এখনো সেই ব্যক্তিটিই আছেন।

ছবি: এই ছবিটি ঘুরিয়ে মিরর করা হয়েছে এবং এখানেও তারেক রহমানকে দেখা যাচ্ছে না।

নুরালদীনে প্রকাশিত নিবন্ধ থেকে তারেক রহমানের মূল ছবিটি flickr.com এ পাওয়া গিয়েছে। ছবিটি দেখে ধারণা করা যায়, এটি কোনো সমাবেশের বা প্রচারণাকালীন তোলা ছবি।

ছবি: এখান থেকে তারেক রহমানের ছবিটি ফটোশপের জন্য সংগ্রহ করা হয়েছে।

ছবি: বিকৃত ছবি

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh