“তেলের দাম বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বক্তব্য” শিরোনামে পুরনো ভিডিও

Published on: August 22, 2022

সম্প্রতি “তেলের দাম বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বক্তব্য” এবং “তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে একি বললো তারেক রহমান” ক্যাপশনে দুটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। মূলত ভিডিও দুটি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটি পুরনো আলোচনা সভার। উল্লেখ্য যে, ৫ আগস্ট ২০২২ (শুক্রবার) রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের ভিডিওদুটি সেই ইস্যু নিয়ে নয়।

মিথ্যা ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।

বিভিন্ন কী-ওয়ার্ডের সাহায্যে ইউটিউবে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ দেখেছে, “তেলের দাম বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বক্তব্য” ক্যাপশনে ৯ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপি’র আলোচনাসভায় তারেক রহমান এর বক্তব্যের। এ বছরের ৩১ মে বিএনপির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি দেখুন এখানে।


 

অন্যদিকে, “তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে একি বললো তারেক রহমান”ক্যাপশনে ১৩ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটি বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্যে আয়োজিত একটি আলোচনা সভার। ০৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বিএনপির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি দেখুন এখানে।



এর আগে, ৫ আগস্ট ২০২২ (শুক্রবার) রাতে ডিজেল ও কেরোসিন লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ৮০ থেকে ১১৪ টাকা, অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়েছে। সম্প্রতি জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির সাথে উক্ত ভিডিওগুলোর প্রাসঙ্গিকতা না থাকায়, ফ্যাক্টওয়াচ এগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh