তাশরিফ খান কি গান বাজনা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন?

Published on: March 20, 2023

হঠাৎ জরুরী লাইভে এসে গান বাজনা ছেড়ে দিয়ে ভালো হওয়ার ঘোষণা দিলেন তাশরীফ খান আলহামদুলিল্লাহ – এই শিরোনামে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। এসব ভিডিওতে  দাবি করা হচ্ছে ,ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সঙ্গীতশিল্পী তাশরিফ খান গানবাজনা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন । তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা হিসেবে সনাক্ত করছে ।

গুজবের উৎস

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটা ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

|

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

গত ৫ই মার্চ জানা যায়, সঙ্গীতশিল্পী তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার মুখের একটি পাশ সাময়িকভাবে কিছুটা বেঁকে গিয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই ৫ই মার্চ এসব কথা জানান তাশরিফ খান।

এরপর গত ৭ই মার্চ এবং ১১ই মার্চ তারিখে দু’টি ফেসবুক লাইভ করে তাশরিফ খান । এসব লাইভে নিজের অসূস্থতা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে এসবের মধ্যে কোথাও গান বাজনা ছাড়ার কথা বলেন নি।

অন্যদিকে গত ১২ই মার্চ থেকে কয়েকটি ফেসবুক পেজে গান বাজনা ছেড়ে দিয়ে ভালো হওয়ার ঘোষণা দিলেন তাশরীফ খান ক্যাপশন সহ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাশরিফ খান এর ৭ই মার্চ এর ফেসবুক লাইভ এর কিছু অংশ দেখানো হয়েছে, এবং তারপর ভিডিওর ভাষ্যকার নিজেই তাশরিফের গান বাজনা ছাড়ার কথা জানাচ্ছেন।

Nur TV নামক ফেসবুক পেজের এই ভিডিওটা বিশ্লেষণ করা যাক। ৪ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওর স্ক্রিণের বাম পাশে সাদা পোষাক পরা ভিডিওর ভাষ্যকার কে দেখা যায়, এবং ডান পাশে তাশরিফ খানের ৭ই মার্চের পুরনো ভিডিওটা দেখা যায়। পুরো ভিডিওতে কখনো তাশরিফ খানের ভিডিও প্লে করা হয়, আবার কখনো তাশরিফের ভিডিও থামিয়ে রেখে ভাষ্যকার নিজে কথা বলেন ।

ভিডিওর শুরুতে দেখা যায়, তাশরিফ বলছেন, চেষ্টা করবো যারা আমার জন্য দোয়া করেছেন এমন কোনো ভালো কাজ করার বা এমনভাবে মানুষের জন্য কাজ করতে চাই যেন [পনারাও দেখে হাসেন আপনারাও দেখে খুশি হনএবং আলহামদুলিল্লাহ আমি ব্যালেন্স পাচ্ছি ঠোঁটে, যেটা আগে আমি পাচ্ছিলাম না। আমার এই পাশ দিয়ে বাতাস বের হয়ে যেতো, ( মুখ ফুলিয়ে বাতাস আটকে রেখে) কিছুটা সোজা, আমি অনেক জায়গায় হুজুরদেরকেও দেখেছি আমার জন্য দোয়া করেছেন। অনেক মাহফিলেও দোয়া করেছেন। অনেক এতিমখানায় দেখেছি আমার জন্য দোয়া পড়ানো হয়েছে, এটার কৃতজ্ঞতা আমি জানি না আসলে। কি এরকম পূন্য

এরপর ৩০তম সেকেন্ডে তাশরিফের ভিডিওর অডিও থামিয়ে রেখে ভাষ্যকার (জনাব নুর আলম) কথা বলা শুরু করেন। তিনি বলেন, সুস্থ হয়েই গান বাজনা ছেড়ে ভালো হওয়ার ঘোষণা দিলেন তাশরিফ খান। হঠাৎ লাইভে এসে একি বললেন চলুন আমরা তার লাইভ থেকে বিস্তারিত শুনি এবং হিরো আলমের বদদোয়ার কারণেই নাকি তার মুখ বাঁকা হয়েছে এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন তাশরিফ খান। চলুন আমরা তার মুখ থেকে সম্পূর্ণ আলোচনা শুনি।

এরপর তাশরিফ খানের সুস্থতার জন্য ভিডিওটির সর্বোচ্চ শেয়ার কামনা করে পেইজটিকে ফলো করতে বলা হয়।

তারপর ১ মিনিট ২ সেকেন্ডে আবার তাশরিফ খানের বক্তব্য শুরু হয়, যেখানে তিনি বলেন,

আমি এরকম ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে তবে এইটুকু আমি এনসিউর করবো ইন শা আল্লাহ আল্লাহ যদি চায় এবং সুস্থ হই, আমি না হলেও ইটস  অলরাইট আমি আল্লাহ যেটা চাবে আল্লাহর উপর দিয়ে তো আর কিছু না, উনি যেটা চাবে, উনি চাইলে ভালো হবে না চাইলে হবে না। এখানে আমার ইচ্ছাতে বা আপনাদের দোয়ার পর আল্লাহর চাওয়াটাই আসল। যদি সুস্থ হই ,ইন শা আল্লাহ এক মাস আমি হাসতে পারবো না। যতটুক বুঝি এক মাস হাসতে পারবো না, খুবই কুৎসিত দেখায়। 

একমাস পর থেকে ইন শা আল্লাহ সুস্থ হলে দেখবেন আমার কিছু প্রজেক্টের প্ল্যান মাথায় আছে কিছুদিন আগে যে আমি বাইশের বন্যা বইটা করেছি,ওইটা বেস্ট সেলিং হয়েছে এবং আমার একটা সেলিং টার্গেট মাথায় ছিলো যে এত যদি সেল হয়, বড় পার্সেন্টেজ আমি বলতে চাই না, আমি একটা বড় পার্সেন্টেজ আমি সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যয় করবো। আমি এখনো শুরু করি নি ব্যয় করা, কিছুদিন পর আমার একটা বড় প্রজেক্ট আছে ইন শা আল্লাহ, আজকে লাইভটা প্রবাবলি আমার আপডেটের লাস্ট লাইভ, আমি এর পরবর্তীতে আমি সুস্থ হয়ে সামনে আসবো, ইন শা আল্লাহ আল্লাহ যদি চায় বড় প্রজেক্ট ইন শা আল্লাহ  আপনারা দেখতে পারবেন এবং আমি আপনাদের এইটুকু বলি যারা আমার জন্য দোয়া করেছেন– 

 আর আরেকটা ব্যাপার, হিরো আলম সাহেব, আপনাকে নিয়ে একটু কথা আছে আমার। আজকে সকালবেলা, বিকালবেলা দেখেছি আমি লাইভে গতকালকে আমাকে অভিশাপ দিয়েছেন। ইটস অল রাইট মানে আমি আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা আছে এটা হচ্ছে আমি দেখলাম আপনি লাইভে গিয়ে ব্যঙ্গ করেছেন, অভিশাপ দিয়েছেন এবং আপনি বলেছেন যে চাঁদপুরে কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিলো এবং আপনার আসার কথা ছিলো এবং আমি নাকি বলেছি যে আপনি আসলে আমি যাবো না। এই যে এই ইনফরমেশানটা আপনাকে যে দিয়েছে বা এটা একটা মনগড়া ইনফরমেশান বা যে দিয়েছে, এটা একটা ভুল কথা। আপনাকে আমি জানাতে চাই, যেসব আপনি কাজ করেন আপনার যে সৎ সাহস এবং আপনার যে ডেডিকেশান, ইফোর্ট, আমি অনেক রেসপেক্ট করি আপনার কাজ। আপনার এই সাহসের জায়গাটা, ডেডিকেশানের জায়গাটা। আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক ভেঙ্গে পড়ি, অনেক সময় মুষড়ে যাই, অনেক সময় বিমর্ষ হয়ে যাই কিন্তু আপনার থেকে এই জিনিসটা আমার মনে হয় আমার নিজের শেখার আছে অনেকের শেখার আছে সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা, নট নেসেসসারি আপনি যে কাজই করেন সেটা আমি সাপোর্ট করি। আপনার সব কাজকে সাপোর্ট করি আমি এটাও বলছিনা। যে কাজ আমার কাছে মনে হয় যে আপনার কাছ থেকে শেখার আছে সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আমাকে অভিশাপ দিয়েছেন বা যা করেছেন  আমি কিচ্ছু মনে করিনি আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না কাইন্ডলি, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কোনো কারণে আমার কথায় বা যেটা আমি বলিনি তাও যদি পেয়ে থাকেন তারপর আপনি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আল্লাহ আপনার ভালো করুক আর আমি এটাও দেখেছি যে কোথাও কোথাও হুজুররা মাহফিলেও বলেছেন যে এটা পাপের শাস্তি বা এই সেই, আমি হুজুর আপনার উদ্দেশ্যে বলতে চাই আমি এটা নিয়ে অনেক পড়াশুনা করেছি অসুস্থ হওয়ার পর থেকে। এই অসুখটা এক হাজার বছর আগে থেকে হচ্ছে। মানে মানুষজাতির এক হাজার বছর আগে থেকে অসুখটা হয়ে আসছে, আপনি যখন স্টেটমেন্ট দিয়ে দিবেন কোনো জায়গায় যে এটা আল্লাহর শাস্তি, তো দেখেন আল্লাহ কোনটা শাস্তি দিয়েছে আর কোনটা পরীক্ষা করছে এটা আল্লাহর চাইতে তো

তাশরিফের বক্তব্য অসম্পূর্ণ রেখে এখানেই ভিডিও শেষ হয় ।

লক্ষ্য করুন, পুরো বক্তব্যের কোথাও কিন্তু তাশরিফ খান তার গান বাজনা ছাড়ার বিষয়ে কোনো কথাই উল্লেখ করেননি।

ভিডিওটি অনুসন্ধান করে দেখা যাচ্ছে, নুর টিভির এই ভিডিওতে তাশরিফ এর ক্লিপটি নেওয়া হয়েছে “তাশরিফ খান” পেজ থেকে ১১ই মার্চ তারিখের ফেসবুক লাইভ থেকে। ১১ই মার্চের ওই লাইভ এর দৈর্ঘ্য ছিল ১৪ মিনিট ৪৩ সেকেন্ড এবং লাইভের শিরোনাম ছিল- চিকিৎসা বিড়ম্বনা, দোয়া এবং অভিশাপ সমাচার! । এই ভিডিওতে তাশরিফ খানের পোষাকের সাথে নুর টিভিতে দেখা তাশরিফ খানের পোষাক মিলে যাচ্ছে । নুর টিভির ভিডিওর ১ মিনিট দ্বিতীয় সেকেন্ড থেকে শেষ পর্যন্ত সময়টুকু নেওয়া হয়েছে  তাশরিফের ১১ই মার্চের লাইভের ৮ মিনিট ৩২ সেকেন্ড থেকে ১২ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত  তাশরিফ খানের বক্তব্য শোনানো হয়েছে।

এছাড়া, নুর টিভির ভিডিওর প্রথম ৩০ সেকেন্ড ও তাশরিফ খানের উক্ত ভিডিও থেকেও টুকরো টুকরো করে জড়ো করা হয়েছে।

অর্থাৎ, এটা পরিষ্কার যে তাশরিফ খানের ১১ই মার্চের ভিডিওতে গান বাজনা ছাড়ার কোনো প্রসঙ্গ ছিল না। এছাড়া মূল ধারার কোনো গণমাধ্যমেও তার গান ছাড়ার কোনো খবর কেউ কভার করেনি।

তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ ভিডিওগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh