“বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন” – দাবীটি মিথ্যা

Published on: September 1, 2021

সম্প্রতি “বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন” শিরোনামযুক্ত একটি খবর প্রকাশ করেছে কিছু অনলাইন পোর্টাল। খবরটিতে বলা হয়েছে, “এক টুইট বার্তায় তসলিমা নাসরিন জানিয়েছেন যে আর সিংগেল থাকা সম্ভব নয়, এখন একটা লাইফ পার্টনার প্রয়োজন।“ তসলিমা নাসরিনের ভেরিফাইড টুইটার একাউন্টে গত দুই মাসের টুইটগুলোর মাঝে এমন কোনো টুইট বার্তা পাওয়া যায়নি। তসলিমার সামগ্রিক টুইট বার্তাগুলোর মধ্যেও এই বার্তাটিকে সন্ধান করা হয়েছে, কিন্তু পাওয়া যায় নি। ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী তাই “বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন” – দাবীটি মিথ্যা।

৩১ আগস্ট ২০২১ তারিখে উক্ত খবরটি ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজে শেয়ার করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


“বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন” শিরোনামযুক্ত খবরটির শিরোনামে বলা হয়েছে, “কুখ্যাত লেখক ও ইসলাম বিরধী [বিরোধী] লেখক বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন, এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে আর সিংগেল থাকা সম্ভব নয়, এখন একটা লাইফ পার্টনার প্রয়োজন। তার সেই টুইট বার্তায় অনেকে কমেন্ট করে তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন।“

অথচ তসলিমা নাসরিনের ভেরিফাইড টুইটার একাউন্টে এমন কোনো টুইট সম্প্রতি পাওয়া যায়নি। গত দুই মাসে (জুলাই ও আগস্ট, ২০২১) তার টুইটার একাউন্টের সকল টুইট ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এমন কোনো টুইট তসলিমা নাসরিন করেননি। তসলিমার সামগ্রিক টুইটার অ্যাকাউন্টেও অনুরূপ বার্তার সন্ধান করা হয়েছে। সেরকম কোনো টুইট বার্তা পাওয়া যায় নি।

তবে ১১ মার্চ ২০১২ তারিখে Mokter Hasan নামের একটি টুইটার একাউন্ট থেকে “I want to marry Taslima Nasrin who are live out from Bangladesh.” এমন একটি টুইট পাওয়া গেছে। অবশ্য এই টুইটের সাথে সম্প্রতি ভাইরাল হওয়া খবরটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, একই শিরোনামযুক্ত ভাইরাল খবরটি গতবছর এবং এবছরের বিভিন্ন সময়ে ফেসবুকে শেয়ার হয়েছিল। এমন কিছু খবর দেখুন এখানে, এখানে এবং এখানে।



উক্ত খবরের বিস্তারিত অংশের দ্বিতীয় ভাগে বলা হয়েছে, “এবার নিজেকে নবী দাবি করল তাসলিমা [তসলিমা] নাসরিন।“ অনুসন্ধানে দেখা যায়, খবরের বাকি অংশটি গত ১১ নভেম্বর ২০২১ তারিখে তসলিমা নাসরিনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের দুটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। ফেসবুক স্ট্যাটাস দুটি দেখুন এখানে এবং এখানে।


উপরোক্ত তথ্যপ্রমাণ অনুযায়ী, সম্প্রতি নতুন করে ভাইরাল হওয়া পুরনো খবরটিতে উল্লেখকৃত তসলিমা নাসরিনের টুইট বার্তাটি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে গত দুই মাসের টুইটগুলোর মাঝে পাওয়া যায়নি। সামগ্রিক অনুসন্ধানেও তসলিমার টুইটার অ্যাকাউন্টে এমন কোনো বার্তা পাওয়া যায় নি। “বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন” শিরোনামযুক্ত এমন কোনো সংবাদও পাওয়া যায়নি মূলধারার কোনো সংবাদমাধ্যমে। ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী তাই “বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন তসলিমা নাসরিন” – দাবীটি মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply