মোহাম্মদ আরাফাত এবং শুভাশীষ দীপ
Published on: September 1, 2024
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে একটি মেয়েকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা গেছে। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে অনেকেই ধরে নিয়েছেন ঐ মেয়েটি হয়তো পুলিশের গুলিতে মারা গেছেন। তবে ফ্যাক্টওয়াচ টিম উক্ত ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মূল ঘটনাটি জানার চেষ্টা করেছে। ভিডিওটিতে যে স্থানটি দেখা যাচ্ছে সেটির জিওলোকেট করে দেখা গেছে স্থানটি বগুড়ার সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার। সামাজিক মাধ্যমে যে ভিডিওটি পাওয়া যাচ্ছে সেটির উৎস খুঁজতে গিয়ে আমরা “Voice of Bogura” – নামক একটি ফেসবুক পেইজে হুবহু একই রকম একটি ভিডিও রিলস খুঁজে পাই। অতঃপর “Voice of Bogura” – এর সাথে যোগাযোগ করলে তারা আমাদের জানায় যে, ভিডিওটি জুয়েল হাসান নামে একজন সাংবাদিক ধারণ করেছিলেন। পরবর্তীতে আমরা ক্রাউডসোর্সিং করে ঐ মেয়েটির পরিচয় খুঁজে পাই। তাঁর নাম নূরা জেরিন এবং তিনি রাবার বুলেটের আঘাতে পড়ে গিয়েছিলেন। সুতরাং, এইসব বিষয় বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। |
অনুসন্ধান:
সামাজিক মাধ্যমে যে ভিডিওটিতে দাবি করা হচ্ছে একটি মেয়ে আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে রাস্তায় পড়ে গেছে, আমরা সেই ভিডিওটির লোকেশন খুঁজে বের করেছি। গুগল ম্যাপের সহায়তায় লোকেশনটি জিওলোকেট করে জানা গেছে, সেটি বগুড়ার সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার। গুগল ম্যাপে উক্ত লোকেশনের পারিপার্শ্বিক অবস্থার সাথে আমাদের আলোচিত ভিডিওটিতে দৃশ্যমান লোকেশনের মিল রয়েছে।
পরবর্তীতে আমরা ভিডিওটির উৎস অনুসন্ধান করি। সামাজিক মাধ্যমে উক্ত ভিডিও এর অনুরূপ বেশকিছু ভিডিও খুঁজে পাওয়া গেছে যার মাঝে “Voice of Bogura” জলছাপ দেয়া একটি নাম আমাদের দৃষ্টিগোচর হয়েছে। “Voice of Bogura” এর ফেসবুক পেইজে গিয়ে অনুরূপ একটি ভিডিও রিলস খুঁজে পাওয়া গেছে। এরপর আমরা ঐ পেইজ থেকে প্রাপ্ত একটি মোবাইল নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করি। “Voice of Bogura” এর পক্ষ থেকে আমাদের জানানো হয় আলেচিত ভিডিওটি জুয়েল হাসান নামক তাদের একজন সাংবাদিক ধারণ করেছিল। “Voice of Bogura” এর ফেসবুক পেইজ থেকে গত ১৮ জুলাই ২০২৪ এ প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া গেছে, যেখানে ঐ তরুণীকে চিহ্নিত করতে পেরেছি আমরা। উক্ত ভিডিও এবং আলোচিত ভিডিওতে তাঁকে একই পোশাক পরিহিত অবস্থায় দেখতে পাওয়া গেছে।
মেয়েটির বর্তমান পরিস্থিতি জানতে আমরা ক্রাউডসোর্সিং করে তার পরিচয় বের করি। তাঁর নাম নূরা জেরিন। আমরা ফেসবুকের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করতে সমর্থ হই। তিনি আমাদের জানিয়েছেন, “হ্যাঁ, ভিডিও’র ঐ মেয়েটি আমি।” রাস্তায় পড়ে যাওয়ার ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি আমাদের জানান রাবার বুলেটের আঘাতে তিনি পড়ে গিয়েছিলেন। তাঁর মেডিকেল রিপোর্টেও চিকিৎসকরা একই কারণ উল্লেখ করেছেন।
অতএব, উপরের আলোচনাটি থেকে বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে দৃশ্যমান মেয়েটি মারা যাননি৷ বরং তিনি রাবার বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ |