রক্তাক্ত এই তরুণের ছবিটি কমপক্ষে দেড় বছর আগের

Published on: October 18, 2021

কুরআন শরীফের পক্ষে থাকায় একজন হাফেজকে হত্যা করা হয়েছে- এমন একটা গুজব ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। একজন রক্তাক্ত তরুণের ছবি পোস্ট করে এই গুজব ছড়ানো হচ্ছে, যার মুখে দাড়ি আছে এবং তিনি সাদা পাঞ্জাবী-পায়জামা পরে আছেন। ছবিতে তাকে ভীত এবং আত্মরক্ষার ভঙ্গিতে দেখা যায়।  ফ্যাক্টওয়াচ-এর অনুসন্ধানে খবরটির কোনো সত্যতা পাওয়া যায়নি। দাবির সাথে প্রচারিত ছবিটিকে সামাজিক মাধ্যমে অন্তত ২০২০ সালের মে মাস থেকেই দেখা যাচ্ছে।

বিভ্রান্তির উৎস

‘Abdur Rahman’ নামক প্রোফাইল থেকে একটি গ্রুপে গত ২ অক্টোবর, ২০২১ রাত ৯টা ৩৭ মিনিটে একটি ছবি শেয়ার করে লেখা হয় – ( হাফিজ রবিউল ইসলাম কুমিল্লা) ভাই,চলে গেলেন, ইনশাআল্লাহ দেখা হবে কেয়ামতের ময়দানে।আপনার রক্তের বদলা আমরা নেবো,যদি আমরা নিতে না পারি সন্তানকে বলে যাবো। (এখানে),

এরপর কুমিল্লার পূজামণ্ডপে কোরআন অবমাননা ইস্যুতে ১৬ অক্টোবর পোস্টটি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ এবং পেইজ থেকে ছড়াতে শুরু করে এবং ভাইরাল হয়।  এরকম কিছু পোস্ট দেখুন: এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ছবিটির সবচেয়ে পুরানো উৎস পাওয়া যায় টুইটারে Md Sumon নামে এক আইডির ২০২০ এর ৫ মে এর পোস্টে (এখানে) । ঐ টুইটে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপল চত্বরে হেফাজত ইসলামের আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতাকে ‘‘ইতিহাসের_জগন্য, বর্বরতার কালো #রাত ৫মে’’ হিসেবে উল্লেখ করা হয়। টুইটের সাথে বেশ কিছু ছবি ছিলো, যার একটি আলোচ্য এই রক্তাক্ত ছবিটি।

এছাড়া, এ বছরের ১ এপ্রিল বাংলাদেশ ভিত্তিক পেইজ ‘Islamic Universal Institution – IUI’ থেকে এই ছবি শেয়ার দিয়ে বলা হয়েছিলো মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে প্রতিবাদ করায় এই ব্যক্তিকে সরকার হত্যা করেছে (এখানে) । এই পোস্টটিকে সূত্র উল্লেখ একই দিনে ‘Sheikh Ally’ নামক আফ্রিকা ভিত্তিক একটি পেইজ থেকে পুনরায় পোস্ট করা হয় (এখানে )।


বাংলাদেশ ভিত্তিক অন্য একটি পেইজ থেকে ৪ এপ্রিল ছবিটি পোস্ট করা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবির সাথে (এখানে)


ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

অনুসন্ধানের পর ফ্যাক্টওয়াচের বক্তব্য হলো, এটি কুমিল্লায় নিহত কোন হাফেজের ছবি নয়। এমনকি মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নিহত কোন প্রতিবাদকারীর ছবি নয়। সাম্প্রতিক কোরআন অবমাননা ইস্যুর রেশ ধরে ফেসবুকে ছবিটি গুজব ছড়ানোর উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply