Published on: September 16, 2022
![]() |
এরকম কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভিডিওটির উৎস খোঁজা হলে ওয়েব নিউজ পোর্টাল ‘ওয়ান ইন্ডিয়া’ এর এ বিষয়ে করা একটি ফ্যাক্টচেকিং রিপোর্ট পাওয়া যায়। সেখানে বর্তমান ভাইরাল ভিডিওটির ক্যাপশনকে বিভ্রান্তিমূলক দাবি করা হয়েছে। ভাইরাল ভিডিওটি ২০১১ সালে জাপানে যখন থকু ভূমিকম্প (Thoku earthquake) এবং সুনামি আঘাত করে সেই সময়ের।
এই প্রতিবেদন থেকে জাপানের ২০১১ সালের সুনামি নিয়ে করা একটি ব্লগের সন্ধান পাওয়া যায় যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। যেখানে ঐ সুনামির বিশদ বিশ্লেষণ– ভিডিও ফুটেজ, তরঙ্গ উচ্চতা এবং ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। সেই ব্লগের তথ্য অনুসারে ভাইরাল ফুটেজটি ইশিনোমাকি বন্দর থেকে সংগৃহীত, যেটি জাপানের হনশুতে (Honshu) অবস্থিত । হনশু ২০১১ এর জাপান সুনামিতে ক্ষতিগ্রস্ত অন্যতম শহর ছিল।
ইউটিউবেও এই ভিডিওটির দীর্ঘ একটি সংস্করণ খুঁজে পাওয়া যায় “2011 Japan Tsunami: Ishinomaki” শিরোনামে, যা ২০১২ সালে প্রকাশিত।
এর আগেও জাপানের সুনামির এই ভিডিওটি চীনের বন্যা হিসেবে মিথ্যা প্রচার করা হয়েছিল সামাজিক মাধ্যমে। সেসময় তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টলি একে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছিল। সেই রিপোর্টটি দেখুন এখানে।
সুতরাং ফ্যাক্টওয়াচ পাকিস্তানের করাচিতে হওয়া বন্যা হিসেবে প্রচারিত জাপানের সুনামির ভিডিওগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|