টিউমার আক্রান্ত শিশুর ছবিটি অন্তত সাত বছর আগের

Published on: April 27, 2022

সম্প্রতি ফেসবুকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে একটি টিউমার আক্রান্ত শিশুর ছবি প্রচুর শেয়ার হয়েছে। পোস্টটির ক্যাপশনে বলা হচ্ছে, শিশুটি নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মো: আরাফাত। তবে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ছবিটি কমপক্ষে সাত বছর আগের।

ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে প্রকাশিত উক্ত পোস্টটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

উক্ত ভাইরাল পোস্টটির ক্যাপশন নিচে হুবহু তুলে ধরা হলো:

“আমার শিশুটির জীবন বাঁচাতে সাহায্য করেন ।

1 Comment = 1 টাকা ।

1 Like = 5 টাকা ।

1 Share = 15 টাকা ।

1 Group Share = 25 টাকা ।

এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না ।

Don’t copy .

আপনাদের কাছে #দোয়া ও #সাহায্যের আবেদন

হাত জোড় করে বলছি কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে। টাকার অভাবে দিনমজুর বাবা-মায়ের সন্তানের চিকিৎসা করতে পারছেনা। নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত।

শিশুটির বয়স মাত্র ৫ মাস। জন্ম থেকেই শিশুটি টিউমার নিয়ে জন্মগ্রহণ করে এবং টিউমারটি আস্তে আস্তে বড় হতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও টিউমারের বৃদ্ধি অব্যাহত আছে। তবে ডাক্তার বলেছেন শিশুটির উন্নত চিকিৎসা করানো হলে আরোগ্য লাভ করা সম্ভব। শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 লক্ষ্য ৫০ হাজার টাকা, দরিদ্র বাবা সামান্য বস্তার মিলে চাকরি করে এত টাকা কোথায় পাবে?

স্থানীয়ভাবে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রায় ১ লক্ষ্য টাকার ব্যবস্থা হয়েছে।

আপনাদের কাছে বিনীত অনুরোধ, মায়ের কোলে ফিরিয়ে দিতে আমাদের অন্তত কিছু হলেও যার যা সামর্থ আছে তাই দিয়ে শিশুটিকে সাহায্য করি । আমি আজ আরাফাতের পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি।

সাহায্য পাঠানোর মাধ্যম,

বিকাশ পার্সোনাল — 01306313164(জাহাঙ্গীর আলম)”

পোস্টটিতে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ছবিটি কমপক্ষে সাত বছর আগের। পিঠে বৃহৎ আকৃতির একটি টিউমারযুক্ত শিশুর ছবিটি ৯-৮-২০১৫ তারিখে documentingreality.com নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এছাড়াও ৫-৯-২০১৬ তারিখে   Cazenga News 24 নামের একটি ফেসবুক পেজ থেকে উক্ত ছবিটি প্রকাশিত হয়েছিল। তাই এটি হলপ করে বলা যায়, উক্ত ছবিটির সাথে বাংলাদেশে সাম্প্রতিক রোগাক্রান্ত কোনো শিশুর সম্পৃক্ততা নেই।


অপরদিকে উক্ত ফেসবুক পোস্টের বর্ণনায় বলা হচ্ছে শিশুটি নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মো: আরাফাত। শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে দেয়া বিকাশ নাম্বারে ফ্যাক্টওয়াচ টিম যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায় নি।

ফ্যাক্টওয়াচ এর আগেও বিভিন্ন মানবিক সাহায্যের ভুয়া আবেদন সনাক্ত করেছে। এ বিষয়ক ফ্যাক্টওয়াচ থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ুন এখানে।

ফেসবুকে মাঝে মাঝেই বিভিন্ন অসুস্থ ব্যক্তির ছবি পোস্ট করে সাহায্য প্রার্থনা করা হয়। এসব পোস্টে দাবি করা হয়, নির্দিষ্ট এই রোগীর ছবিতে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করলেই ফেসবুক কর্তৃপক্ষ উক্ত রোগীকে বা সাহায্যপ্রার্থীকে নির্দিষ্ট পরিমাণ অর্থসাহায্য দেবে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ক ফ্যাক্টওয়াচ থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ুন এখানে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply