তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের ফলে সুনামি হয়েছে?

Published on: February 23, 2023

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু ভিডিওতে দবি করা হচ্ছে “তুরস্কের উপকূলে তিন মিটার উঁচু সুনামির আশঙ্কা। বিশাল ঢেউ তুরস্কের উপকূলে আঘাত হানে।” এবং কিছু ভিডিওতে দবি করা হচ্ছে “তুরস্কে ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে!” কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে সম্প্রতি ভূমিকম্পের কারণে তুরস্কের কোনো উপকূলে বিশাল ঢেউ বা সুনামি আঘাত হেনেছিল কিনা এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, ভিডিওতে দেখানো সমুদ্র সৈকতটি তুরস্কে নয়, বরং এটি দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অবস্থিত। ২০১৭ সালের ১২ মার্চ অস্বাভাবিক ভাবে অনেক বড় ঢেউ ডারবান সমুদ্র সৈকতে আছড়ে পড়েছিল। ভিডিওটি মূলত সেই সময়কার। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওগুলোর ক্যাপশনকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পের ফলে কোথাও সুনামি আঘাত হেনেছিল কি না এ সম্পর্কে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে France 24 এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প সনাক্তকরণের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তুরষ্কে সুনামি সতর্কতা জারি করে জনগণকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন। তবে, পরবর্তিতে আর সুনামির ঝুঁকি না থাকায় সতর্কতা প্রত্যাহার করা হয়েছিল। এছাড়াও, রয়টার্সের তথ্য অনুযায়ী ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা আবার প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের ফলে কোথাও সুনামি হয়েছিল কি না এ সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে, ভাইরাল হওয়া ভিডিওটির বিভিন্ন অংশ রিভার্স ইমেজ সার্চ করে দক্ষিণ আফ্রিকার একটি টিভি শো “Expresso Show” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৪ মার্চ প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর মিল পাওয়া যায়। তাছাড়া, ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ডারবান সমুদ্র সৈকতে বিশাল ঢেউ আছড়ে  পড়েছিল। এর কারণে উত্তর ডারবান সৈকতটি সম্পুর্ণ বন্ধ করে দেয়া হয়েছিল।

তাছাড়া, ভাইরাল হওয়া ভিডিওতে ডারবান সৈকতের যেই স্থানটি দেখানো হয়েছে তার নাম হচ্ছে “Lower Marine Parade St”। এটি ডারবান সৈকতের দক্ষিণ দিকের অংশে অবস্থিত। গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউ এর সাহায্যে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।

স্যাটেলাইট ভিউ এর ছবির সাথে ভাইরাল হওয়া ভিডিওটির অনেক মিল খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, ডারবান সৈকতে এই অস্বাভাবিক ঢেউয়ের কারণ কিন্তু সুনামি বা ভুমিকম্প ছিল না। তবে, এই ঢেউয়ের সম্ভাব্য কারণ হিসেবে সাইক্লোন অথবা শক্তিশালী বায়ুপ্রবাহকে দায়ী করা হয়েছিল।

অর্থাৎ দেখা যাচ্ছে যে, ২০১৭ সালের ১২ মার্চ ডারবান সমুদ্র সৈকতের একটি ভিডিওকে  তুরস্ক উপকূলে সুনামির ভিডিও দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। অতয়েব, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা”হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh