সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্কের আইসক্রিম বিক্রেতার নিঃস্ব হয়ে পড়ার দাবিটি ভিত্তিহীন

Published on: March 5, 2023

তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়,  কোনো একজন ব্যক্তি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তুপের উপরে বসে আছেন। বলাবাহুল্য, উক্ত ব্যক্তিটি তুরস্কের একজন আইসক্রিম বিক্রেতা। নেচে-গেয়ে আইসক্রিম বিক্রি করার সুবাধে সামাজিক মাধ্যমে তাঁর রয়েছে তুমুল জনপ্রিয়তা। বলা হচ্ছে, ভূমিকম্পের কারণে এই আইসক্রিম বিক্রেতা সবকিছু  হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভূমিকম্পে তুরস্কের এই ভাইরাল আইসক্রিম বিক্রেতার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি। কারণ ভূমিকম্প-ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান অনেক দূরে অবস্থিত।

কয়েকটি ভাইরাল পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

এ বিষয়ে বিস্তারিত জানতে  ভিডিওটির কিছু ফুটেজ নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে  টিকটকে ‘Çılgın Dondurmacı’ নামক একটি অ্যাকাউন্টে কিছুদিন আগে প্রকাশিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখে পাওয়া যায় সেখানে লোকেশন হিসেবে  ‘আন্তাকিয়া’ (Antakya) শহরের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ ভিডিওটি ‘আন্তাকিয়া’ শহরে ধারণ করা হয়েছে।

পরবর্তীতে (Çılgın Dondurmacı) নাম ধরে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে হুবহু এই নামে একটি ওয়েবসাইট পাওয়া যায়। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার নাম মেহমেত ডিন্ক। ‘আন্তাকিয়া’ শহর তাঁর নিজ জন্মভুমি। এই শহরটি ভূমিকম্পের কবলে পড়েছে। তবে তার আইসক্রিমের দোকান আন্তালিয়া (Antalya) নামক ভিন্ন একটি শহরের Akkapark Shopping Center সংলগ্ন এলাকায়।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাঁর দোকানের লোকেশন আন্তালিয়া (Antalya) শহরে। আলোচিত ভিডিওটির লোকেশন ‘আন্তাকিয়া’ (Antakya) শহরে। যে কারণে ম্যাপের সাহায্যে  আমরা এই দুটি শহরের দূরত্ব নির্ণয় করতে চেষ্টা করি। সেখানে দেখা যায়, দুটি স্থানের  দূরত্ব প্রায় ৭৯২ কিলোমিটার।

পরবর্তীতে তুরস্কের ভূমিকম্প কতটা শক্তিশালী ও বিস্তৃত ছিল এ বিষয়ে জানতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘Al Jazeera‘ এবং মার্কিন সরকারি সংস্থা ‘United States Geological Survey’ থেকে পাওয়া তুরস্কের ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে মেইনশক এবং আফটারশকের কবলে পড়া এলাকার দুইটি মানচিত্র মিলিয়ে দেখা যায়, দক্ষিণ দিকের হাতায় (Hatay) প্রদেশ পর্যন্ত ভূমিকম্পের শকওয়েভ পৌঁছেছে। এই হাতায় প্রদেশের রাজধানী শহর আন্তাকিয়া, যেখানে আলোচিত ভিডিওটি ধারণ করা হয়।

আন্তালিয়ায় মেহমেতের দোকান থেকে ভূমিকম্পে আক্রান্ত হয়েছে এমন এলাকার দুরত্ব (আন্তাকিয়া) যথাক্রমে ৭৯২ কিলোমিটার। সুতরাং আন্তালিয়া ভূমিকম্পের কবলে পড়েনি।

তাছাড়া, আন্তালিয়ার স্থানীয় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘Antalya Tourist Information’ এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, আন্তালিয়া শহর ভ্রমণের জন্য নিরাপদ এবং সেখানকার পর্যটন ব্যবস্থায় বড় কোনো প্রভাবও পড়েনি।

বলাবাহুল্য, মেহমেত ডিন্ক একটি ফেসবুকে লাইভে নতুন আরও একটি দোকান চালু সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। ভিডিওটি দেখুন এখানে

সুতরাং এ বিষয়টি সুস্পষ্ট যে তুরস্কের আইস্ক্রিম বিক্রেতা মেহমেত ডিন্ক সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েনি। যদিও তার নিজ শহর আন্তাকিয়া ক্ষতিগ্রস্ত হওয়াতে তিনি ভীষণ মর্মাহত। কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানটি অক্ষত আছে। সেই সাথে তিনি নতুন আরও একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন।

অতএব, তুরস্কের আইসক্রিম বিক্রেতা মেহমেত ডিঙ্ক সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এমন দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh