তুরস্কের নির্বাচনে এরদোয়ান পুনঃনির্বাচিত হয়ে গেছেন?

Published on: May 16, 2023

তুরস্কের চলমান নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পুনরায় রাষ্ট্রপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন মর্মে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, তুরস্কের নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলও ঘোষণা করা হয়নি। তবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, চলতি নির্বাচনে কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না। ফলে, তুরস্কের নির্বাচনী আইন অনুযায়ী, এই নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই প্রার্থীকে আগামী ২৮শে মে দ্বিতীয় দফায় আবার ভোটে লড়তে হবে। সেই নির্বাচনের আগে এরদোয়ান বা কাউকে ‘নির্বাচিত নতুন প্রেসিডেন্ট’ বলার সুযোগ নাই।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে  ।

এসব পোস্টে নির্বাচনের বিস্তারিত ফলাফল উল্লেখ না করে কেবল দাবি করা হচ্ছে, তুরস্কের নির্বাচনে পূনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশ্বের অবিসংবাদিত মুসলিম নেতা রিসেপ তাইয়েপ এরদোগান।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

১৪ই মে তুরস্কের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোটাররা একই সাথে রাষ্ট্রপতি এবং সংসদ এর জন্য ভোট দেন। তুরস্কের আইন অনুযায়ী, সংসদের ৬০০ আসনের মধ্যে কমপক্ষে ৩০১ টি আসন বিজয়ী দল আইনসভার সংখ্যাগরিষ্ঠতা পাবে  । অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, মোট ভোটের মধ্যে ৫০% এর বেশি ভোটপ্রাপ্ত প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কোনো কারণে কোন প্রার্থীই ৫০% এর বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টি আর টি ওয়ার্ল্ড এর খবর অনুযায়ী,সংসদ নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর দল একে পার্টির নেতৃত্বাধীন জোট পিপল’স এ্যালায়েন্স ইতিমধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ৬০০ আসনের মধ্যে এখন পর্যন্ত পিপলস এ্যালায়েন্স ৩২২ টি আসন জিতেছে। বিপরীতে ন্যাশনাল এ্যালায়েন্স ২১৩ টা আসন নিশ্চিত করেছে।

অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি। এই প্রতিবেদন প্রকাশের সময় (১৬ই মে বিকাল ৫ টা, বাংলাদেশ সময় অনুযায়ী),টি আর টি ওয়ার্ল্ড এর লাইভ আপডেট অনুযায়ী,   ৯৯.৮৭% ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ৪৯.৫০% এবং তার প্রতিদ্বন্ধী কামাল কিলিচদারোগলু ৪৪.৮৯% ভোট পেয়েছেন।

নির্বাচনের এই ফলাফল উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তুরস্কে একটি Run off বা দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনের কথা খবরের শিরোনামে উল্লেখ করছে। যেমন – আল জাজিরা , বিবিসি , সি এন এন, ডয়েসে ভেলে, রয়টার্স ইত্যাদি ।

অর্থাৎ এরদোয়ান সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন সত্যি, কিন্তু তুরস্কের রাষ্ট্রপতি হবার জন্য সেটি যথেষ্ঠ ছিল না। ফলে তিনি এখনো রাষ্ট্রপতি নন। দ্বিতীয় দফা ভোট হবার পরই সে বিষয়ে মন্তব্য করা সম্ভব।

সার্বিক বিবেচনায়, এরদোয়ান এর পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার খবরটিকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh