নতুন দুটি বিভাগের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি

Published on: June 8, 2022

আরো দুটি নতুন বিভাগ যুক্ত হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক বিন্যাসে – এমনই একটি গুজব ছড়াচ্ছে সামাজিকমাধ্যমে। একটা ফেসবুক পোস্টে এমন লেখা রয়েছে: “নতুন বিভাগ হলো “মেঘনা”। আওতাধীন জেলাসমূহ হলো কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাক্ষ্মনবাড়ীয়া। নতুন বিভাগ হলো “পদ্মা”আওতাধীন জেলাসমূহ হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী।পদ্মা বিভাগের বিভাগীয় শহর ফরিদপুর। মেঘনা বিভাগের বিভাগীয় শহর কুমিল্লা। বর্তমানে বাংলাদেশের জেলা সমূহ ১০ টি বিভাগে বিভক্ত”। অনুসন্ধানে দেখা যায়, এ দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য মূলধারার কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকেও এ বিষয়ে কোনোপ্রকার বিবৃতি দেয়া হয়নি। সঙ্গত কারণে ভিত্তিহীন এসকল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

 

 

ফেসবুকে প্রকাশিত এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে



ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বাংলাদেশে নতুন দুটি বিভাগ গঠনেরবিষয়ে ২১ অক্টোবর ২০২১ তারিখে প্রকাশিত কিছু প্রতিবেদন পাওয়া যায় যেখানে বলা হয়েছে, নতুন দুটি বিভাগ তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি”।

প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে

নতুন বিভাগ গঠনের বিষয়ে ২ জুন ২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ঢাকা বিভাগ ভেঙ্গে ‘পদ্মা’ ও চট্টগ্রাম বিভাগ ভেঙ্গে ‘মেঘনা’ নামে নতুন দুটি বিভাগ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ কথা জানা গেছে”।

প্রতিবেদনটি দেখুন এখানে।বিশেষ দৃষ্টব্য, প্রায় বছরখানেক আগে নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনারসিদ্ধান্ত বাস্তবায়ন উপলক্ষে গত বৃহস্পতিবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) একটি সভা অনুষ্ঠিত হবার কথা ছিল। তবেসভাটি অনুষ্ঠিত হয়নি, যে কারণে নতুন বিভাগ গঠনের প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। নিকার-এর নতুন দুটি বিভাগের উপস্থাপন প্রক্রিয়া শেষে হলে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ নতুন বিভাগ অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

সুতরাং “পদ্মা” ও “মেঘনা” নামে দুটি বিভাগ গঠনের বিষয়টি এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং বিভাগ গঠিত হয়ে গেছে এ দাবিটি সত্য নয়।যেকারণে ফ্যাক্টওয়াচ এসকল পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply