ভারতীয় ক্রিকেট দলে ডাক পেলেন বাংলাদেশী দুই ক্রিকেটার? – ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: December 20, 2021

সম্প্রতি “ভারতীয় ক্রিকেট দলে ডাক পেলেন বাংলাদেশী এই ২ ক্রিকেটার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে কয়েকটি অনলাইন পোর্টাল থেকে। সংবাদটিতে বলা হচ্ছে, “শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কর্ণ লালদের পরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। আসন্ন এশিয়া কাপ দলে নেওয়া হয়েছে অমৃত রাজ উপাধ্যায় ও রবি কুমারকে। দু’জনেই বোলার।“ মূলত, এরা দুইজন ভারতীয় ক্রিকেটার যাদের জন্ম পশ্চিমবঙ্গে। সংবাদের শিরোনামে ভুল তথ্য উল্লেখ করায়, ফ্যাক্টওয়াচ সংবাদটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ থেকে শেয়ার হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।


ভুল শিরোনামে পরিবেশিত সংবাদটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা গেছে, ১১ ডিসেম্বর ২০২১ তারিখে ওপার বাংলার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ থেকে এটি হুবহু কপি করা হয়েছে। “CAB: অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে বাংলার দুই” শিরোনামে সেই সংবাদটি সূত্রে জানা গেছে,

“শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কর্ণ লালদের পরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। আসন্ন এশিয়া কাপ দলে নেওয়া হয়েছে অমৃত রাজ উপাধ্যায় ও রবি কুমারকে। দু’জনেই বোলার। অমৃত বাঁ-হাতি স্পিনার। রবি বাঁ-হাতি পেসার।

অনূর্ধ্ব-১৯ বাংলা দলেও এ বারই সুযোগ পেয়েছিলেন দুই ক্রিকেটার। রাজ্য স্তরে এখনও সে ভাবে বড় কিছু করে দেখাতে না পারলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ত্রিদলীয় সিরিজ়ে দুই ক্রিকেটারের বোলিং নজর কাড়ে নির্বাচকদের।“

এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলা এবং এবিপি আনন্দে প্রকাশিত দুটি সংবাদ পড়ুন এখানে এবং এখানে।


উল্লেখ্য যে, ২০ সদস্যের যে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দল বাছাই করেছে জুনিয়র নির্বাচক কমিটি, সেই দলে সুযোগ পেয়েছেন পশ্চিমবঙ্গের এই দুই তরুণ ক্রিকেটার। আগামী ২৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply