“ইউক্রেনীয় শিশুর মধ্যে দেশভক্তির আবেগ” শিরোনামে ফিলিস্তিনি শিশুর পুরনো ভিডিও

Published on: March 6, 2022

সম্প্রতি “শিক্ষনীয় পোস্ট:-প্রথমটা রাশিয়ান সেনার ধৈর্য শক্তি ও ব্যবহার দেখুন এটাই যদি তালেবানী সেনা হতো তো শিশুটির মৃত্যু এখানে নিশ্চিত ছিল”। “দ্বিতীয়টা একটা ইউক্রেনীয় শিশুর মধ্যে দেশভক্তির আবেগ টা দেখার মত” — এই ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ চলাকালীন এই শিশুটি রাশিয়ান সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। মুলত ক্যাপশনটি মিথ্যা। “আহেদ তামিমী” নামের ফিলিস্তিনি শিশু কর্তৃকইসরায়েলি সৈন্যকে আঘাত করতে যাবার পুরনো ভিডিওটিই বর্তমানে “ইউক্রেনীয় শিশুর প্রতিবাদ” হিসেবে ভাইরাল হয়েছে।

 

সম্প্রতি উক্ত ক্যাপশনে ফেসবুকে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখান, এখানে, এখানে এবং এখানে


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমেঅনুসন্ধান করে আন্তজার্তিক সংবাদমাধ্যম বিবিসির একটিপ্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি দেখুন এখানে।  প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভিডিওটির ছোট্ট শিশুটি ফিলিস্তিনির নবী সালাহ গ্রামের বাসিন্দা আহেদ তামিমী। ভিডিওটি মূলত ২০১২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনী তরুণীর প্রতিবাদের সময় ধারণকৃত ভিডিও।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে গুগল এডভ্যান্স সার্চে অনুসন্ধান করলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র ফটো ওয়েবসাইটে ধারণকৃত বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। ছবি গুলো দেখুন এখানে এবংএখানে। এখানে বলা হয়েছে মূলত, ২০১২ সালের ২ নভেম্বরে ফিলিস্তিনের পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে ইসরায়েলি সৈন্যেকে আঘাত করতে উদ্যত হন ফিলিস্তিনের ১২ বছর বয়সী তরুণী আহেদ তামিমী এবং সেই সময়ে ভাইরাল হওয়া ভিডিওটি ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে বিভিন্ন কী-ওয়ার্ড এর মাধ্যমে অনুসন্ধান করে নভেম্বর ২০, ২০১২ সালে “PutVideos” নামের একটি ইউটিউব চ্যানেলে “Brave Children From Gaza, Palestine.mp4” শিরোনামে প্রকাশিত একই ঘটনার ধারণকৃত একটি খণ্ডিত ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুনএখানে।

 

উল্লেখ্য, আহেদ তামিমী নামের এই ফিলিস্তিনি শিশু ২০১২ সাল থেকেই ইসরাইলি সৈন্যদের সাথে এরকম সাহসের পরিচয় দিতেন। ১১ বছর বয়সেই তিনি দুবার দুজন ইসরাইলি সৈন্যকে এভাবেআঘাত করেছেন। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ২০১৭ সালে ১৬ বছর বয়সে আবারো দুজন ইসরাইলি সৈন্যকে আঘাত করতে গিয়ে নিজ বাসা থেকে ইসরাইলি সৈন্যদের হাতে গ্রেফতার হন।

সঙ্গত কারণেই পুরনো ভিডিও ভিন্ন প্রেক্ষাপটে নতুন করে শেয়ার করায়ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply