ইউক্রেনের রাষ্ট্রদূতের নামে বিভ্রান্তিকর ধর্মীয় উক্তি ভাইরাল

Published on: March 12, 2022

সম্প্রতি “কেবলমাত্র শিবই আমাদের রক্ষা করতে পারেন। রাশিয়ার আক্রমণ থেকে একমাত্র শিব‌ই আমাদের বাঁচাতে পারেন।”- ইউক্রেনের রাষ্ট্রদূত ভারতে এসে হর হর মহাদেব” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে। মূলত উক্ত ভিডিওটির ক্যাপশনটি বিভ্রান্তিকর। ভিডিওতে শোনা যায়, ইউক্রেন  রাষ্ট্রদূত কেবলমাত্র শিবই আমাদের রক্ষা করতে পারে — একথা বলেন নি। বরং তিনি ভারতীয় জনগণের উদ্দেশ্যে বলেছেন, “শিব ধর্মের অনুসারী হিসেবে তোমরা শিবের কাছে প্রার্থনা করো। এ যুদ্ধ যেন দ্রুত শেষ হয়।“ 

ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে উক্ত ক্যাপশনে শেয়ার হওয়া ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায় News24 নামের একটি ইন্ডিয়ান গণমাধ্যম পহেলা মার্চ ২০২২ তারিখে  “आज महाशिवरात्रि है, Russia-Ukraine की लड़ाई जल्द खत्म हो इसलिए प्लीज भगवान शिव से प्रार्थना करें” উক্ত শিরোনামে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওটি দেখুন এখানে।

ভিডিওটিতে ব্যবহৃত হিন্দি ক্যাপশনের ইংরেজি অনুবাদ করা হলে নিম্নেলিখিত বাক্যটি পাওয়া যায়। “Today is Mahashivaratri, Russia-Ukraine battle end soon so please pray to Lord Shiva”

পরবর্তীতে ইউক্রেনের রাষ্ট্রদূতের দেওয়া বক্তব্যটি একাধিকবার শুনে, ফেসবুকে শেয়ার হওয়া ক্যাপশনের সাথে মূল বক্ত্যবের অসংখ্য অসঙ্গতি পাওয়া গেছে।

ইউক্রেনের রাষ্ট্রদূতের বক্ত্যবের ইংরেজি অনুবাদটি দেখুন।

“If I don’t forget its Mahashivaratri. Well there are Shiva among you, a lots Shiva is, please pray to Shiva finish the war as soon as Possible”.

ইউক্রেনের রাষ্ট্রদূতের এই বক্তব্যটি একাধিকবার শুনে ও অনুবাদ করে ফেসবুকে শেয়ার হওয়া “কেবলমাত্র শিবই আমাদের রক্ষা করতে পারেন। রাশিয়ার আক্রমণ থেকে একমাত্র শিব‌ই আমাদের বাঁচাতে পারেন।”- এই ক্যাপশনটির অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায় নিউ দিল্লি ইন্ডিয়াতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্যটি দেন। তার বক্তব্যটিকেই পরবর্তীতে বিকৃত শিরোনাম করে বিভিন্ন পোর্টাল নিউজ আকারে প্রকাশ করে। প্রকাশিত এমন একটি নিউজ দেখুন এখানে,

হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিব এবং নিদিষ্ট একটি রাতকে শিব রাত হিসেবে ধরা হয়। বিশ্বাসীদের কাছে রাতটি পবিত্র। ইউক্রেনের রাষ্ট্রদূত ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই, শিবা অনুসারীদের শিবার কাছে প্রার্থনা করতে বলেছেন, নিজে প্রার্থনা করেনি।

সঙ্গত কারণেই ইউক্রেনের রাষ্ট্রদূতের নামে ফেসবুকে শেয়ার হওয়া “কেবলমাত্র শিবই আমাদের রক্ষা করতে পারেন। রাশিয়ার আক্রমণ থেকে একমাত্র শিব‌ই আমাদের বাঁচাতে পারেন।”- এই ক্যাপশনটিকে বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করেছে। ইউক্রেনের রাষ্ট্রদূত বরং শিব-অনুসারীদের বলেছেন শিবের কাছে প্রার্থনা করতে, যাতে এই যুদ্ধ দ্রুত শেষ হয়। কেবলমাত্র শিবই আমাদের রক্ষা করতে পারবে – এমন কোনো কথা তিনি বলেন নি।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply