ছাত্রশিবির নয়াপল্টন-কাকরাইল ঘিরে ফেলেছে – ভূয়া দাবি

Published on: December 20, 2022

“গরম খবর! ১৬ ডিসেম্বর জুম্মা শেষেই ঢাকা-নয়াপল্টন-কাকরাইল ঘিরে ফেলেছে বিএনপি ছাত্রশিবির!” — এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটির কোনো সত্যতা নেই। শিরোনামের সাথে সংযুক্ত ভিডিওর কোনো সম্পর্ক নেই। মূলত ভিডিওটি হচ্ছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের র‍্যালীতে অংশগ্রহণ করতে আসা বিএনপির নেতাকর্মীদের নয়াপল্টনে জুমার নামাজ আদায় করার দৃশ্য। অন্যদিকে, “বিএনপি ছাত্রশিবির” নামে বিএনপির কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মূলধারার সংবাদমাধ্যমগুলোতে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি যার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে, ছাত্রশিবির নয়াপল্টন- কাকরাইল ঘিরে ফেলেছে। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া  তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

  ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভিডিওটির বিভিন্ন অংশ রিভার্স ইমেজ সার্চ করে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৬ই ডিসেম্বর প্রচারিত আসল ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিওর সাথে ফেসবুকে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। তাছাড়া, ভিডিওর বর্ণনা থেকে নিশ্চিত হওয়া যায়, বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র‍্যালীতে যোগ দিতে আসা নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জুমার নামাজ আদায় করে।

পরবর্তিতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার সংবাদমাধ্যম থেকে জানা যায়, ১৬ই ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৩টা ৩৫ মিনিটে এ শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় ঘুরে বিকেল ৫ টার দিকে নয়াপল্টনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। শোভাযাত্রা শুরু হওয়ার আগে নেতাকর্মীরা নয়াপল্টনে সড়কে জুমার নামাজ আদায় করে। এর পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও সংলগ্ন এলাকায় দলটির ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এই শোভাযাত্রা ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে দলের শীর্ষ পর্যায়ের নেতারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছিল। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

অন্যদিকে, বিএনপির ছাত্র সংগঠনের নাম হচ্ছে “ছাত্রদল”। ভাইরাল হওয়া ভিডিওর শিরোনামে “বিএনপির ছাত্রশিবির” নামটি উল্লেখ করা হলেও বাস্তবে এমন কোনো সংগঠনের অস্তিত্ব নেই। তবে, ইসলামি ছাত্রশিবির নামে বাংলাদেশের ইসলামী দল জামায়াতে ইসলামীর একটি ছাত্র সংগঠন রয়েছে।

উল্লেখ্য, শোভাযাত্রায় আসা নেতা–কর্মীদের মধ্যে কেউ কেউ জাতীয় পতাকার সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি, শাড়ি ও টুপি পরে এসেছিলেন। আবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতা–কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তাঁর মতো পোশাক পরে এসেছিলেন। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখনে এবং এখানে

অর্থাৎ এর মাধ্যমে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওতে যাদের জুমা-র নামাজ আদায় করতে দেখা গেছে, তারা বিএনপির নেতাকর্মী এবং তারা জুমা-র নামাজ আদায় শেষে বিজয় দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তাদের নয়াপল্টন এবং কাকরাইল ঘিরে ফেলার কোনো তৎপরতা দেখা যায় নি, এবং সেরকম কোনো ঘটনাও ঘটে নি।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh