ভিয়েতনামের অগ্নিকাণ্ডের ভিডিও মালয়েশিয়ার বলে প্রচার

Published on: August 28, 2021

সম্প্রতি “গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ #আগুন ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার একটি চাইনিজ দোকানে কিছুক্ষণ আগে”- ক্যাপশনে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। বাস্তবে গ্যাসের দোকানে আগুন লাগার ভিডিওটি ভিয়েতনামের ‘লাও কাই’ (Lào Cai) শহরের একটি দুর্ঘটনার। গত ১১ আগস্ট ২০২১ তারিখে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফলে ফ্যাক্টওয়াচ উল্লেখিত ভাইরাল পোস্টগুলোর এই দাবিকে ‘অর্ধসত্য’ চিহ্নিত করেছে।

 

“গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ #আগুন ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে একটি চাইনিজ দোকানে কিছুক্ষণ আগে” ক্যাপশনে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

 

 ভিডিও যাচাই

ফ্যাক্টওয়াচ ৪ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটির কিছু স্ক্রিনশট ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’ -এ অনুসন্ধান চালিয়ে, মূল দুর্ঘটনার একাধিক ছবি এবং ভিয়েতনামী ভাষায় কিছু প্রতিবেদন সনাক্ত করে।

দেখুন এখানেঃ

 

 পরবর্তীতে, ভিয়েতনামী ভাষার প্রতিবেদনগুলো গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করে জানা যায়, গত ১১ আগস্ট ২০২১ তারিখে ভিয়েতনামের লাও কাই শহরের একটি গ্যাসের দোকানে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে। ভিয়েতনামী সংবাদমাধ্যম ‘Thanh Niên’ এর ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে

 

 

দুর্ঘটনাটির আরও কিছু ছবি দেখুন এখানে

 

 

 

 

 

 

 

 

 

সূত্রঃ TRINH QUOC’S PHOTO

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্রঃ TRINH QUOC’S PHOTO

 

প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে সংবাদমাধ্যম ‘tuoitrenews.vn’ -এর “Fire at gas cylinder store burns three houses in northern Vietnam” শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ‘প্রোপেইন’ গ্যাসের দোকানে থেকে মূলত আগুনের সূত্রপাত হয়, পরবর্তীতে পাশের দুটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

 

সিদ্ধান্ত

ফেসবুকে ভাইরাল আগুনের ভিডিওটি প্রকৃতপক্ষে ভিয়েতনামের লাও কাই (Lào Cai) শহরের ১১ আগস্ট ২০২১ তারিখে ঘটে যাওয়া এক দুর্ঘটনার। অর্থাৎ, ভাইরাল পোস্টগুলোর দাবি অনুযায়ী, ভিডিওটি ২৬ আগস্ট ‘মালয়েশিয়ার’ কোন ‘চাইনিজ দোকানে’ আগুন লাগার ভিডিও নয়। সুতরাং, ভিডিওটি সঠিক হলেও তথ্যগুলোতে বিভ্রান্তি রয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে ‘অর্ধসত্য’ হিসেবে চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply