প্রধানমন্ত্রীর ছবিসহ “বিকৃত” সাইনবোর্ডের ছবি ভাইরাল

Published on: March 10, 2022

সম্প্রতি “হাসিনার মদের দোকান” শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত একটি সাইনবোর্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়। অনুসন্ধানে জানা যায়, মূল সাইনবোর্ডে কোনো রাজনৈতিক ব্যাক্তিত্বের ছবি কিংবা নাম ছিলো না। মূল ছবিটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করে সেখানে উল্লেখিত ব্যক্তিত্বদের ছবি যোগ করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এমন ফেসবুক পোস্টগুলোকে “বিকৃত” চিহ্নিত করছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে


 

ভাইরাল ছবিতে “সরকারি দেশী মদের দোকান” শীর্ষক একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। সাইনবোর্ডের কেন্দ্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি দেখা যায়। আবার এক পাশে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় লোগো এবং অন্য পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের ছবিও রয়েছে। এই মদের দোকানটির অবস্থান ময়মনসিংহের হালুয়াঘাট এবং দোকানটি বাংলাদেশ সরকার অনুমোদিত বলেও দাবি করা হয়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবিতে থাকা বিভিন্ন কি-ওয়ার্ডের সাহায্যে গুগল এবং ফেসবুকে অনুসন্ধান করা হলে আবিদ আল মাহমুদ নামে এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট পাওয়া যায়। সেখানে বর্তমানে ভাইরাল ছবিটির সাথে মিল রয়েছে এমন একটি ছবি পাওয়া যায়। এখানে সূত্র হিসেবে মোহাম্মদ মাসুদ করিম শান্ত নামের একজনকে উল্লেখ করা হয়।

পরবর্তীতে, মোহাম্মদ মাসুদ করিম শান্ত’র ফেসবুক একাউন্ট খুঁজে বের করা হলে সেখানে এই একই ছবিটি দেখতে পাওয়া যায়৷ শান্ত ছবিটিকে তাঁর “নিজের হাতে তোলা” বলে দাবি করেন।

 

লক্ষ্য করলে দেখা যাবে, বর্তমানে ভাইরাল ছবিটি এবং উপরোক্ত ছবি দুটি প্রায় একইরকম। তফাৎ হচ্ছে, একটি ছবিতে উপরোল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি রয়েছে এবং অন্যটিতে নেই। ধারণা করা হচ্ছে এমনই একটি ছবিকে বিকৃত করে ভাইরাল ছবিটি বানানো হয়েছে।

পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চ করা হলে রিউমার স্ক্যানারের একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন সামনে আসে। সেখানে পারভীন সুলতানা নামক একজন ফেসবুক ব্যবহারকারীর ৬ মার্চ ২০২০ এ প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

বিকৃত ছবি

মূল ছবি

 

লক্ষ্য করলে দেখা যাবে, ভাইরাল ছবির সাথে উপরোক্ত ছবিটির অনেক মিল রয়েছে। ভাইরাল ছবির সাইজ, ফ্রেমিং প্রায় সবকিছুই উপরের ছবির সাথে মিলে যাচ্ছে। সম্ভবত, ছবিটির এই ভার্সনটিকেই বিকৃত করে ফেসবুকে ভাইরাল করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মূল ছবিটিকে প্রশাসন নামিয়ে ফেলে। জাগোনিউজের একটি প্রতিবেদনে হালুয়াঘাটের স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে বলা হয়,হালুয়াঘাটে নালিতাবাড়ি রোড এলাকায় সরকার অনুমোদিত একটি দেশিয় মদের দোকান আছে। সেখানে একটি সাইনবোর্ডও আছে। তবে, সাইনবোর্ডে কোনো ছবি নেই। ওই ছবিটি কেউ তুলে এডিট করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি বসিয়ে দিয়েছে। পরে বিতর্ক শুরু হলে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।“।

জাগোনিউজ থেকে নেয়া

সুতরাং, বিষয়টি নিশ্চিত যে একটি মদের দোকানের সাইনবোর্ডের প্রকৃত ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সংযুক্ত করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে “বিকৃত” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply