Published on: January 13, 2023
![]() |
এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা” নামে একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ছবি পাওয়া যায়।
উপরোক্ত ছবির সাহায্যে পুনরায় অনুসন্ধান করা হলে, Md. Nurul Haque নামে আরেকটি পেজ থেকেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়। “ঝুঁকি না নিলে জীবনে সফল হওয়া যায় না।ঝুঁকি নাও হয় জিতবে,না হয় শিখবে।” এমন ক্যাপশনে ১০ জানুয়ারি রাত ১২ টা ২৫ মিনিটে ছবিটি প্রকাশিত হয়।


ভাইরাল ছবির সাথে উক্ত ছবির তুলনা করলে দেখা যাচ্ছে সবুজ চিহ্নিত জায়গায় অন্য একটি টেবিলের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বসিয়ে দেয়া হয়েছে। মূল ছবিতে মদ বা এমন কোনো টেবিল দেখা যাচ্ছে না।
এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, এখান থেকে বিভিন্ন সময় নূরুল হক নূরের লাইভসহ অনেক সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশিত হয়েছে এবং পেজটির লাইকও অনেক। তবে পেজটি তার অফিসিয়ালি ভেরিফাইড ফেসবুক পেজ নয়। কিন্তু এটি নিশ্চিত করেই বলা যাচ্ছে, ভাইরাল ছবিটি এই ছবিটিকেই বিকৃত করে তৈরি করা হয়েছে।
তাই ফ্যাক্টওয়াচের সার্বিক বিবেচনায় ছবিটিকে “বিকৃত” চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|