ভারতে স্বামী-স্ত্রীকে গুলি করেনি পুলিশ: ওয়েব সিরিজ রিহার্সালের ভিডিও ভাইরাল

Published on: November 1, 2021

সম্প্রতি “ইন্ডিয়াতে স্বামী-স্ত্রীকে পুলিশ গুলি করেছে..” শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত একটি ওয়েব সিরিজের রিহার্সালের দৃশ্য। উত্তর প্রদেশের এন্টি টেরোরিজম স্কোয়াডের অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব তার ভ্যারিফাইড টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। তাই ভুল শিরোনামে প্রকাশিত এই ভিডিওকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

গত অক্টোবর মাস থেকে বিভিন্ন সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়া গত ১৪ এপ্রিল “Babo Sohhain” নামের এই আইডি থেকে প্রকাশিত একই ভিডিওটি প্রায় আড়াই লক্ষবার শেয়ার হয়েছিল। বর্তমানেও এই আইডি থেকে ভিডিওটি শেয়ার হতে দেখা যাচ্ছে।

ভিডিওটি দেখুন এখানে

৩৬:১০ মিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকধারী এক লোক দুইজনকে গুলি করেছেন। তর্কাতর্কির এক পর্যায়ে ছেলেটিকে প্রথমে গুলি করেন পরবর্তীতে ছেলেটির সাথে থাকা মেয়েটি প্রতিবাদ করলে তাকেও গুলি করা হয়। ভিডিওতে অনেক প্রত্যক্ষদর্শীকেও দেখতে পাওয়া যায়। পুরো ভিডিওতে মূলত ৪০-৪৫ সেকেন্ডের একটি ছোট ভিডিও ক্লিপের পুনরাবৃত্তি দেখা যায়।

ভিডিওর শিরোনামে দাবি করা হচ্ছে, স্বামী এবং স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে ভারতের এক পুলিশ । কোনো কোনো ক্ষেত্রে আবার দাবি করা হচ্ছে এই স্বামী-স্ত্রী হচ্ছেন মুসলমান।

অন্যদিকে ফেসবুক ইতিমধ্যে ভিডিওটিকে “Sensitive Content” হিসেবে চিহ্নিত করেছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভিডিওর শিরোনামে উল্লেখিত কি-ওয়ার্ডের উপর ভিত্তি করে গুগল সার্চের মাধ্যমে বেশ কিছু প্রতিবেদন সামনে আসে। এর মধ্যে অন্যতম ১৪ এপ্রিল ২০২১ তারিখে “Double Murder In Mall On Camera? Truth Behind Viral Video From Haryana” শিরোনামে প্রকাশিত এনডিটিভির এই প্রতিবেদনটি।

সেখানে উত্তর প্রদেশের আ্যন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তবের বরাত দিয়ে বলা হয়, এই দৃশ্যটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের ভিডিও। সেখানে আরো বলা হয়, ভিডিওতে দৃশ্যমান “Friends Cafe” এর ম্যানেজার এই বিষয়টি নিশ্চিত করেছেন। রাহুল শ্রীবাস্তব একটি টুইটার বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়েছিলেন।

টুইটার বার্তাটি দেখুন এখানে

এছাড়াও, বুম-বিডি-র একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদনে স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে ভিডিওতে পুলিশকর্মীর ভূমিকায় যে অভিনয় করেছেন তার একটি ভিডিও প্রকাশ করে। সেখানে, বিনয় কোহাড নামে সেই অভিনেতা নিশ্চিত করেছেন যে এটি শুধুমাত্রই অভিনয়, বাস্তবে এমন ঘটনা ঘটেনি, এটি একটি ওয়েব সিরিজের রিহার্সালের অংশ মাত্র।

ভিডিওসহ প্রতিবেদনটি দেখুন এখানে

উপরোক্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবেই বলা যায়, ভাইরাল হওয়া ভিডিওটির শিরোনামে মিথ্যা প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে উল্লেখিত ঘটনাটি একটি ওয়েব সিরিজের অনুশীলনের অংশ মাত্র। তাই ফ্যাক্টওয়াচ শেয়ার করা ভিডিওর দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply