Published on: March 16, 2022
‘’F![]() |
গুজবের উৎস
সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া কয়েকটি গুজবের পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে।
তবে অতীতেও বিভিন্ন সময়েই এই গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফেসবুকে Text Delight নামের একটি ফিচার রয়েছে। এর ফলে নির্দিষ্টি কিছু শব্দ বা শব্দগুচ্ছ টাইপ করলে নির্দিষ্ট এ্যানিমেশন দেখা যায়। যিনি টাইপ করছেন তিনি নিজে এবং অন্যান্য ফেসবুক ব্যবহারকারী এটা দেখতে পান।
যেমন- ইংরেজিতে congrats অর্থাৎ “অভিনন্দন” শব্দটা টাইপ করলেই শব্দটি লাল বর্ণের হয়ে যাবে এবং স্ক্রিণে বেশ কিছু বেলুন ও কনফেত্তি ছোটাছুটি করবে কয়েক সেকেন্ডের জন্য।
You’re the best টাইপ করলে লাল বর্ণের পাশাপাশি একটি তারকা চিহ্ন ভেসে উঠে স্ক্রিনে।
Best Wishes টাইপ করলে দুই হাত তুলে দোয়া করার একটি ছবি স্ক্রিনে ভেসে ওঠে।
Wonderful Time লিখলে একগুচ্ছ ফুল সহ একটি হাত ভেসে ওঠে স্ক্রিনে ।
একইভাবে, xoxo লিখলে শব্দটি লাল হয়ে যায় এবং পর্দায় হৃদয় এর প্রতীক ভেসে ওঠে।
শুধু ইংরেজিতে xoxo নয়, বিভিন্ন ভাষায় আরো নির্দিষ্ট কয়েকটি শব্দ লিখলেই এভাবে Flying Heart অ্যানিমেশন দেখা যায়। এই শব্দ গুলো হল–
Грлим те
যে কোনো একাউন্ট থেকে নতুন পোস্টে কিংবা কোনো পোস্টের কমেন্টে এই শব্দ লিখলেই এমন অ্যানিমেশন দেখা যাবে। চাইলে আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারেন।
এমন ইফেক্ট এর সাথে একাউন্ট হ্যাকিং এর কোনো সম্পর্ক নেই।
ফেসবুক একাউন্ট হ্যাকিং এর অধিকাংশ ক্ষেত্রে হ্যাকার ব্যবহারকারীর একাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পাসওয়ার্ড বদলে ফেলে। ফলে মূল ব্যবহারকারী ওই পাসওয়ার্ড ব্যবহার করে আর নিজের একাউন্টে প্রবেশ করতে পারে না। কিংবা কোনো ডিভাইসে লগড-ইন করা থাকলে সেখান থেকে লগড আউট হয়ে যায় এবং নতুন করে প্রবেশ করতে পারে না।
অল্প কিছু ক্ষেত্রে, হ্যাকার ব্যবহারকারীকে বুঝতে না দিয়ে একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং পাসওয়ার্ড পরিবর্তন না করেই উক্ত একাউন্টে ঘাপটি মেরে বসে থাকে ও ব্যবহারকারীর গোপনীয় তথ্য জানার চেষ্টা করে। এ সকল ক্ষেত্রে ফেসবুকের এক্টিভিটি লগ , লগ-ইন ইনফরমেশন, লোকেশন হিস্ট্রি ইত্যাদি চেক করার মাধ্যমে সহজেই বোঝা সম্ভব যে একাউন্টে অন্য কেউ প্রবেশ করছে কিনা।
তবে কোনো অবস্থাতেই xoxo লিখে সম্ভাব্য হ্যাকিং এর পরীক্ষা করা সম্ভব নয়। তাই ফ্যাক্টওয়াচ এই গুজবটিকে মিথ্যা সাব্যস্ত করছে।
সংযোজনী : অনুরূপভাবে Gg শব্দটা নিয়ে একই গুজব ভাইরাল হয়েছে । এই গুজবে দাবি করা হচ্ছে, Facebook hack হয়েছে কী না, নিজেই পরীক্ষা করে জেনে নিন. Gg লেখা টা লাল রঙের হলে তাহলে হয়নি। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, Gg এর পূর্ণরূপ হল Good game, যা সাধারনতে কম্পিউটার গেমস এর সাথে জড়িত। গেমস এর খেলোয়াড়দের মধ্যে Gg শব্দটা বহুল পরিচিত। এটিও একটি Text Delight । ফেসবুকের কোনো পোস্টে বা কমেন্টে Gg লিখলে সেটি লাল রঙ ধারন করে, এবং স্ক্রিনের মাঝামাঝি জায়গা থেকে কয়েকটা মুষ্ঠিবদ্ধ হাত এসে বক্সিং খেলার ভঙ্গি করে। তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকের এই Gg টেক্সট ডিলাইট নিয়ে আলোচনা পাওয়া যায়। যেমন দেখুন এখানে , এখানে। এর সাথে ফেসবুক একাউন্ট হ্যাকিং এর কোনো সম্পর্ক নেই। অতএব, ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে। |
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|