সৌদি ফুটবলার ইয়াসির আল- শাহরানি মারা যাননি

Published on: November 28, 2022

সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলার সময় সৌদির গোলকিপারের হাটুর সাথে আঘাত খাওয়া ইয়াসির আল- শাহরানি জার্মানির এক হসপিটালে না ফেরার দেশে চলে গেলেন– এমন শিরোনামে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ইয়াসির আল- শাহরানি মারা যাননি বরং তার শারীরিক অবস্থা এখন আগের থেকে বেশ ভালো। এবং তাকে জার্মানির কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়নি। এ কারণে ফ্যাক্ট-ওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে। 

ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচ চলাকালিন সময়ে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসের হাটুর সাথে  ইয়াসির আল- শাহরানির চোয়ালে আঘাত লাগে। এর ফলে ইয়াসিরের একটি চোয়াল, মুখের হাড় ভেঙ্গে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।  প্রাথমিকভাবে সরাসরি তাকে দোহার হামাদ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাকে অস্ত্রোপচারের জন্য রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে সফল ভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। আন্তর্যাতিক মূলধারার কিছু সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

তাছাড়া, সৌদি আরবের জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত হওয়া যায় যে, ইয়াসির আল- শাহরানির গত ২৩ নভেম্বর রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির ন্যাশনাল গার্ড হাসপাতালে সফলভাবে অগ্ন্যাশয় গ্রন্থিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।  তিনি বর্তমানে জাতীয় ফুটবল দলের মেডিকেল কর্মীদের সম্পূর্ণ তত্ত্বাবধানে রয়েছেন।

পরবর্তিতে, সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গত ২৪ নভেম্বর প্রচার হওয়া ইয়াসির আল- শাহরানির একটি ভিডিওবার্তা খুজে পাওয়া যায়। রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে ন্যাশনাল গার্ড হাসপাতালে তার সফল অস্ত্রপচারের পরে তিনি এই ভিডিওবার্তাটি দিয়েছিলেন। এই বার্তায় তিনি তার ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, সফল অস্ত্রপচারের ধকল সহ্য করে সুস্থ হয়ে উঠছেন, এবং বর্তমানে তার শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে।

কিন্তু, ইয়াসির আল- শাহরানি  মারা গিয়েছেন কি না বা তাকে জার্মানির কোনো হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না বিশ্বের শীর্ষ মূলধারার কোনো সংবাদ মাধ্যমে এ ব্যাপারে কনো প্রতিবেদন খুজে পাওয়া যায়নি। সৌদি আরবের জাতীয় ফুটবল দল এবং ফিফা কর্তিপক্ষ থেকেও এমন কোনো খবর জানানো হয়নি।  কিন্তু বাংলাদেশের এবং ভারতীয় কিছু মূলধারার সংবাদমাধ্যমে জীবন বাঁচাতে ইয়াসির আল- শাহরানি কে জার্মানি পাঠানো হয়েছে এমন শিরোনামে অনেক প্রতিবেদন খুজে পাওয়া যায়। সেখানে কেবল ইয়াসিরের আহত হওয়ার কাহিনি এবং  তার উন্নত চিকিৎসার জন্য সৌদি রাজপুত্রের জার্মানি পাঠানোর নির্দেশের উল্লেখ পাওয়া যায়। কিন্তু ইয়াসির কে জার্মানির কোন হাসপালে পাঠানো হয়েছে এমন কোনো তথ্য প্রতিবেদনগুলোতে খুজে পাওয়া যায়নি। এই ধরণের প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ, উপরের তথ্য প্রমানের ভিত্তিতে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে, আহত হওয়ার পরে ইয়াসির আল- শাহরানি কে চিকিৎসার জন্য জার্মানি নেয়া হয়নি এবং জার্মানির কোনো হাসপাতালে তার মৃত্যুও হয়নি। সফল অস্ত্রপচারের পর তার শারীরিক অবস্থা এখন আগের থেকে বেশ ভালো। সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh