Published on: May 28, 2023
![]() |
এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
Image: Example of a viral Facebook post
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত যোগী আদিত্যনাথ এবং একজন নারীর ছবিটির সত্যতা যাচাই করতে আমরা ঐ ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আশানুরূপ ফলাফল পাইনি। পরবর্তীতে কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ এর মাধ্যমে আমরা দ্য হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে যোগী আদিত্যনাথ এর একটি ছবি ব্যবহার করা হয়েছে যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির কিছু মিল পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমস এর ঐ রিপোর্টটি থেকে আমরা “Janata Darshan” নামক একটি শব্দগুচ্ছের সন্ধান পাই। Janata Darshan বা জনতা দর্শন হচ্ছে এমন একটি পর্ব যেখানে যোগী আদিত্যনাথ জনগণের কাছ থেকে তাদের বিভিন্ন অভিযোগ এবং সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধান দেন।
Image: Excerpt from The Hindustan Times news article
Janata এবং Darshan এই কি-ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর অফিস এর অফিসিয়াল ফেসবুক পেইজে সার্চ করি এবং ১১ই মে ২০২২ এ শেয়ারকৃত একটি পোস্ট খুঁজে পাই যেখানে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির অনুরূপ একটি ছবি পাওয়া গেছে। উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সরকারি বাসভবনে আয়োজিত “জনতা দর্শন” পর্বে জনগণের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনছেন। পোস্টটির ক্যাপশনে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, জনগণের সমস্যা এবং অভিযোগগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রীর অফিস এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে শেয়ারকৃত পোস্টে দেখা গেছে যে, যোগী আদিত্যনাথ তার বাসভবনে অপেক্ষারত জনগণের সামনে দাঁড়িয়ে কাগজ থেকে কিছু পড়ছেন এবং তাদের কথা শুনছেন। তবে, ঐ পোস্টে কোথাও কে কি সমস্যা এবং অভিযোগ নিয়ে এসেছেন তার কথা উল্লেখ করা হয়নি।
Image: Excerpt from the Uttar Pradesh Chief Minister’s official Facebook page
অতএব, স্বামী তালাক দেওয়ায় ঐ নারী যোগী আদিত্যনাথের কাছে বিচার চেয়েছেন – এই দাবিটির কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, এক বছরের পুরানো একটি পোস্টকে নতুন করে শেয়ার করায় অনেকেই মনে করছেন এটি সাম্প্রতিক সময়ের ঘটনা।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|