সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে সরকার কর্তৃক হোয়াটসঅ্যাপে নজরদারি সংক্রান্ত হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের নীতিমালার সাথে সাংঘর্ষিক দাবি সম্বলিত পোস্টটি একটি পুরোনো অনলাইন গুজব যা আগে ভারত ও ইউক্রেনে ভাইরাল হয়েছিলো, এবং সাম্প্রতিককালে বাংলাদেশে ভাইরাল হয়েছে। সঠিক কোনো তথ্যসূত্র না থাকায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
সর্বোপরিদেখাযাচ্ছেএটিএকটিপুরোনোঅনলাইনগুজবযাবিভিন্ন সময়েভারতওইউক্রেনেভাইরালহয়েছিলো।গুজবের ধরনে মিল থাকায় এবং কোনো তথ্যসূত্র না থাকায় ফ্যাক্টওয়াচএপোস্টকেমিথ্যাসাব্যস্তকরছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।