সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘন্টা “জেএমবি-হুজি-সহ একঝাঁক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ” – শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। একই দাবি নিয়ে বেশকিছু পোস্ট সামাজিক মাধ্যমেও শেয়ার করা হচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখেছে দাবিটি সঠিক নয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট ঘেঁটে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কোন নোটিশ কিংবা প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ‘ডিসমিসল্যাব’ নামক একটি বাংলাদেশী ফ্যাক্ট-চেকিং সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এম. এম. টিপু সুলতানের বরাত দিয়ে জানিয়েছে, উক্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরণের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ জি ২৪ ঘন্টা-এর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
জি ২৪ ঘন্টার আলোচিত সংবাদটি দেখুন এখানে (আর্কাইভ)।
Credit: Zee 24 Hours
অনুসন্ধান:
“জেএমবি-হুজি-সহ একঝাঁক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ” শিরোনামের এই সংবাদটিতে দাবি করা হচ্ছে, জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা, হিজবুত তাহরীরের মত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলোচিত জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতে চায় নি বলে জানিয়েছে জি ২৪ ঘন্টা। তবে, আলোচিত সংবাদে যে তথ্যগুলো দেয়া হয়েছে তার উৎস কি সেটি উল্লেখ করা হয়নি। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার দাবিটি সঠিক কিনা তা যাচাই করতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট ঘেঁটে দেখেছি। উক্ত ওয়েবসাইটের জননিরাপত্তা বিভাগ সাইটটি ঘুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে কোন ধরণের নোটিশ কিংবা প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়নি৷
এদিকে, ডিসমিসল্যাব নামক একটি ফ্যাক্ট-চেকিং সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এম. এম. টিপু সুলতানের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার মতো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি৷
Credit: Dismislab
জি ২৪ ঘন্টার ঐ সংবাদে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই হিজবুত তাহরীর সদস্যরা বাংলাদেশের সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন। ফ্যাক্টওয়াচ টিম হিজবুত তাহরীরের মানববন্ধন করার ঘটনার সত্যতা পেয়েছে। গত ০৭ আগস্ট ২০২৪ এ হিজবুত তাহরীর সদস্যরা খিলাফত স্লোগানে কমলা বর্ণের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন। বিবিসি বাংলার একটি সংবাদ মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
Credit: BBC Bangla
বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি নিয়ে আরও দুটো ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সেগুলো দেখুন এখানে এবং এখানে।
একই দাবি নিয়ে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
অতএব, উপরের আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, জি ২৪ ঘন্টা তাদের সংবাদে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে দাবিটি করেছে সেটি সঠিক নয়। হিজবুত তাহরীর যদিও মানববন্ধন করেছে, কিন্তু সেটি বিদ্যমান অরাজকতার সুযোগ নিয়ে। সরকার থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রেক্ষিতে নয়। বাংলাদেশ সরকার এখনো এই নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ উক্ত সংবাদের দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।