বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফেসবুকে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে দৃশ্যমান এক নারীকে ধর্ষণের পর জবাই করে ভুট্টা ক্ষেতে ফেলে গেছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, যেন ঘটনাটি বাংলাদেশের। আবার কোথাও সরাসরি ঘটনাটি বাংলাদেশের বলে দাবি করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভুট্টা ক্ষেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের একটি ঘটনা।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে এক্সে একটি ভিডিও পাওয়া যায়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি দাবিতে ফেসবুকে ভাইরাল ভিডিওটির সঙ্গে এটির মিল রয়েছে। ভিডিওটি এক্সে গত বছরের ২৪ ফেব্রুয়ারি টুইট করা হয়। টুইটটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটিতে থাকা বিবস্ত্র নারীটির নাম মৌসুমী মণ্ডল। ভারতের মালদার বৈষ্ণবনগর বিধানসভার সীমান্তবর্তী গ্রাম সাবদলপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে আরও খুঁজে পুষ্পপ্রভাত নামে পশ্চিমবঙ্গের একটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে একই নারীর ছবি পাওয়া যায়। গত বছরের ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিতে থাকা নারী একজন গৃহবধু ছিলেন। ওই গৃহবধূ নিজেদের জমি দেখতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গের মালদার স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম নিউজবাজার২৪-এর ফেসবুক পেজে বাংলাদেশে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ‘মালদায় অর্ধ নগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধুর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ ওই গৃহবধূ নিজেদের জমি দেখতে এসেছিল।’ – ক্যাপশনে ওইদিন পোস্ট করা হয়েছিল।
এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ভুট্টা ক্ষেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয় বলে নিশ্চিত হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফেসবুকে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে দৃশ্যমান এক নারীকে ধর্ষণের পর জবাই করে ভুট্টা ক্ষেতে ফেলে গেছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, যেন ঘটনাটি বাংলাদেশের। আবার কোথাও সরাসরি ঘটনাটি বাংলাদেশের বলে দাবি করা হয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh