সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার হতে দেখা গিয়েছে যেখানে দাবি করা হচ্ছে কানাডার অন্টারিও প্রদেশ এর জাভিকন দ্বীপে (Zavikon Island) অবস্থিত সেতুটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আন্তর্জাতিক সেতু, যা কানাডা এবং যুক্তরাষ্ট্রের দুটো দ্বীপকে যুক্ত করেছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আন্তর্জাতিক সেতু হচ্ছে স্পেন এবং পর্তুগালের সীমান্তে অবস্থিত “এল মার্কো” (El Marco) নামক সেতুটি, যার দৈর্ঘ্য ১০ ফুট। অন্যদিকে, জাভিকন দ্বীপে অবস্থিত কথিত ক্ষুদ্র আন্তর্জাতিক সেতুটির দৈর্ঘ্য ৩২ ফুট। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
অন্টারিওর জাভিকন দ্বীপে অবস্থিত সেতুটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আন্তর্জাতিক সেতু কিনা তা যাচাই করতে আমরা বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি এবং জানতে পেরেছি যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আন্তর্জাতিক সেতুটি স্পেন এবং পর্তুগালের সীমান্তে অবস্থিত, যা এলমার্কো সেতু নামেও পরিচিত। ১০.৪ ফুট দৈর্ঘ্যের কাঠের ছোট সেতুটি একুশ শতকের প্রথম দশকে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে তৈরি করা হয়। উক্ত সেতুটি স্পেনের লা কোডোসেরা (La Codosera) মিউনিসিপালিটি এর সাথে পর্তুগালের অ্যারোঞ্চেস (Arronches) কে যুক্ত করেছে। ছোট এই সেতুটি শুধুমাত্র পথচারীরাই ব্যবহার করতে পারে এবং দু-চাকার কিছু বাহনও এটি ব্যবহার করতে পারে। পড়ুন এখানে।
অন্যদিকে, কানাডার অন্টারিও প্রদেশ এর জাভিকন দ্বীপে অবস্থিত কথিত পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আন্তর্জাতিক সেতুটির দৈর্ঘ্য ৩২ ফুট, যা এল মার্কো সেতুটির চেয়ে প্রায় ২০ ফুট বড়। তাছাড়া, এই সেতুটি আদতেই একটি আন্তর্জাতিক সেতু কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছে বেশকিছু ভ্রমণ বিষয়ক নিবন্ধ। ন্যাশনাল জিওগ্রাফিক এবং আটলাস অবস্কুরা এর দুটো নিবন্ধ পড়ে জানা গিয়েছে যে ১৮০০ সালের আশির দশক থেকেই উক্ত সেতুটিকে সবচেয়ে ক্ষুদ্র আন্তর্জাতিক সেতু আখ্যা দিয়ে পর্যটকদের সাথে মিথ্যাচার করা হচ্ছে এবং যে দুটো দ্বীপকে উক্ত সেতুটি সংযুক্ত করেছে সেগুলো কানাডার জলসীমার মধ্যেই পড়েছে।
উল্লেখ্য, এর আগে সামাজিক মাধ্যমে একটি দাবি উঠেছিলো যে স্পেন এবং পর্তুগাল সীমান্তে অবস্থিত “এল মার্কো” সেতুটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠিয়েছে। তবে, ফ্যাক্টওয়াচ তখন উক্ত দাবিটির সত্যতা যাচাই করে দেখেছিলো যে দাবিটি মিথ্যা। ফ্যাক্টওয়াচের ফ্যাক্ট-চেকিং রিপোর্টটি পড়ুন এখানে।
অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে জাভিকন দ্বীপে অবস্থিত কানাডা এবং যুক্তরাষ্ট্রকে যুক্ত করা সেতুটি সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু নয়, বরং স্পেন এবং পর্তুগাল সীমান্তে অবস্থিত “এল মার্কো” নামক সেতুটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?