যাদাবিকরাহচ্ছে: দৈনিক ইত্তেফাক এর একটি পুরনো সংখ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলছেন “জহির রায়হান গুম হয়নি বাড়ি থেকে পালিয়েছে”।
যাপাওয়াযাচ্ছে: ১৮ই মার্চ, ১৯৭১ সালে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এডিট করা হয়েছে। মূল সংবাদে শেখ মুজিব বলেছিলেন, “লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকিবে”। অর্থাত এখানে শেখ মুজিব জহির রায়হানের নিখোঁজ হওয়া নিয়ে কোন মন্তব্য করেনি। তাছাড়া জহির রায়হান নিখোঁজ হয়েছেন ৩০ জানুয়ারি, ১৯৭২ সালে। তাই জহির রায়হানের নিখোঁজ হওয়া নিয়ে শেখ মুজিবের ১৯৭১ সালে্র মার্চে কিছু বলা সম্ভব নয়।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে সংরক্ষিত দৈনিক ইত্তেফাক এর ১৯৭১ সালের ১৮ই মার্চ প্রকাশিত সংখ্যার সাথে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া দৈনিক ইত্তেফাক পত্রিকার খণ্ডিত অংশের মিল লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্কাইভে পাওয়া সংবাদপত্রের ছবিটিতে দেখা যাচ্ছে প্রধান শিরোনামে লেখা ছিলো “ইয়াহিয়া-মুজিব দ্বিতীয় দফা বৈঠক” এরপর একটা আন্ডার লাইন। নিচের অংশে লেখা “ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকিবে- শেখ মুজিব।”
পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সঙ্গে ১৯৭১ সালের ১৭ মার্চ দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা শেষ হয়ে যায়নি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’ ইয়াহিয়া খান এবং শেখ মুজিবের ভিতর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিলো ঢাকার প্রেসিডেন্ট ভবনে।
অর্থ্যৎ এখানে জহির রায়হানকে নিয়ে শেখ মুজিব কিছুই বলেননি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ইত্তেফাকের পত্রিকার সাথে ইত্তেফাকের আর্কাইভে পাওয়া পত্রিকার যে মিলগুলো পাওয়া যাচ্ছে:
নিচে সর্বডানে ‘প্রেসিডেন্ট’ লেখা দেখা দেখা যাচ্ছে। তবে প্রেসিডেন্টের নিচের কি লেখা তা বোঝা যাচ্ছে না।
তার পাশেই ‘কেন্দ্রীয় কর স্থানীয় ব্যাঙ্কে জমা’ শীর্ষক একটি সংবাদ শিরোনাম দেখা যাচ্ছে ।
নিচে সর্ববামে ‘জন্মদিনে’ লেখা দেখা যাচ্ছে।(উল্লেখ্য, ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন)
ডানপাশে সবার উপরে ইউপেপসিন নামক কোনো এক পণ্যের বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
অতএব এই মিলগুলো প্রমাণ করে ফেসবুকে ছড়িয়ে পড়া পত্রিকা এবং ইত্তেফাকের আর্কাইভে পাওয়া পত্রিকা একই। কিন্তু ইত্তেফাকের পত্রিকাটার প্রথম পাতার মূল সংবাদের শিরোনাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এডিট করা হয়েছে।
২০২১ সালের ১৮ই মার্চ তারিখে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ১৯৭১ সালের একই দিনে প্রকাশিত তাদের পত্রিকার প্রথম পাতাটি আবারো পুনঃপ্রকাশ করেছিল। দেখতে পাবেন এখান থেকে।
১৭ ই মার্চ, ১৯৭১ সালে বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খানের দ্বিতীয় দফা বৈঠকের সংবাদ পাওয়া যাচ্ছে বাংলা ট্রিবিউন এবং প্রতিদিনের সংবাদে।
১৯ আগস্ট, ২০২১ সালে ডেইলি স্টারে “জহির রায়হান: অকালে হারানো উজ্জ্বল নক্ষত্র” শিরোনামে জহির রায়হানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে জহির রায়হান ১৯৭২ সালের ৩০ জানুয়ারি রফিক নামে অজ্ঞাত এক লোকের টেলিফোন পেয়ে তার ভাই শহীদুল্লা কায়সারকে উদ্ধারে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে এরপর আর ফেরত আসেননি।
অর্থাৎ, জহির রায়হান নিখোঁজ হয়েছে ৩০ জানুয়ারি, ১৯৭২ সালে। কিন্তু ইত্তেফাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য প্রচার হয়েছে ১৮ মার্চ ১৯৭১ সালে। তাই ইত্তেফাকের উক্ত প্রতিবেদনের সময়ে শেখ মুজিবের পক্ষে জহির রায়হানের নিখোজ নিয়ে কোন মন্তব্য করা সম্ভব না।
সিদ্ধান্ত:
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার মূল সংবাদের শিরোনাম এডিট করে প্রচার করা ফেসবুক পোস্টগুলোকে “বিকৃত” হিসেবে শনাক্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।