সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বিশ্বের সেরা জ্ঞানী ব্যাক্তিদের তালিকায় আলেম ডাঃ জাকির নাইক” লিখা সংবলিত একটি ছবির স্ক্রিনশট শেয়ার হতে দেখা গিয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উক্ত স্ক্রিনশটে যে দাবি করা হয়েছে তার কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি এবং এখানে ব্যবহৃত ছবিটি ২০১৫ সালে জাকির নায়েকের “ইসলামের প্রতি সেবা” এর জন্য কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির সময়কার।
“বিশ্বের সেরা জ্ঞানী ব্যাক্তিদের তালিকায় আলেম ডাঃ জাকির নাইক” লিখা সংবলিত শেয়ারকৃত স্ক্রিনশটটির কিছু নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
শেয়ারকৃত স্ক্রিনশটটিতে যে দাবি করা হয়েছে তার অনুসন্ধান করতে গিয়ে আমরা স্ক্রিনশটে ব্যবহৃত ছবিটি নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে জানতে পেরেছি যে উক্ত ছবিটি ২০১৫ সালে জাকির নায়েকের “ইসলামের প্রতি সেবা” ক্যাটাগরিতে মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার কিং ফয়সালআন্তর্জাতিকপুরস্কারপ্রাপ্তির সময়কার। এখানে উল্লেখ করা প্রয়োজন যে “ইসলামের প্রতি সেবা” ক্যাটাগরিতে সেই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেই পুরস্কৃত করা হয় যাদের বিশ্বব্যাপী ইসলামএবং মুসলিমদেরপ্রতি সেবা’র অসামান্য রেকর্ড আছে। উক্ত ক্যাটাগরি কিংবা পুরস্কারের কোথাও জাকির নায়েককে বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তি বলে উল্লেখ করা হয়নি৷
জাকির নায়েক একজন বক্তা যিনি টেলিভিশনে ধর্মপ্রচার করেন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অব ইন্ডিয়া এর প্রেসিডেন্ট, এবং পিস টিভি নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা।
আমাদের অনুসন্ধানে ইন্টারনেটে বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তির উল্লেখযোগ্য কোন তালিকা পাওয়া যায়নি। তবে জর্দানের আম্মান-ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) এর “দ্যমুসলিম ৫০০: বিশ্বেরসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম“ ২০১৬ সংস্করণের তালিকায় জাকির নায়েকের নাম পাওয়া যায়। দ্যটাইমসঅবইন্ডিয়া উক্ত তালিকায় থাকা ২২ জন ভারতীয়দের নিয়ে একটি রিপোর্ট করে যেখানে জাকির নায়েকের নাম উল্লেখ করা হয়েছে। সুতরাং, দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের তালিকাটি বিশ্বের সেরা জ্ঞানী ব্যক্তির তালিকা নয়, বরং বিশ্বের সেরা ৫০০ জন প্রভাবশালী মুসলিমের তালিকা।
অতএব, আমাদের অনুসন্ধানের মাধ্যমে আমরা শেয়ারকৃত স্ক্রিনশটটির টেক্সট এর দাবির পক্ষে কোন প্রমাণ পাই নি এবং স্ক্রিনশটটিতে ব্যবহৃত ছবিটি জাকির নায়েকের কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির সময়কালের।
সুতরাং, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে শেয়ারকৃত স্ক্রিনশটটির দাবি “বিভ্রান্তিকর।”
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?